তৃতীয় পর্যায়ের ট্রায়াল, দেশজুড়ে ১৩ হাজার স্বেচ্ছাসেবককে সফলভাবে নিয়োগ ভারত বায়োটেকের
ভারত বায়োটেকের করোনা ভাইরাস ভ্যাকসিন ট্রায়ালের অর্ধের রাস্তা পাড়ি দেওয়া হয়ে গিয়েছে। ভারত বায়েটেক ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা সফলভাবে ১৩০০০ স্বেচ্ছাসেবীকে নিয়োগ করেছে এবং তাদের এই লক্ষ্যে পৌঁছানোর সফর, যেখানে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ২৬ হাজার স্বেচ্ছাসেবীকে নিয়োগ করার কথা রয়েছে সেটা এখনও চলছে। দেশের বিভিন্ন জায়গায় ২৬ হাজার স্বেচ্ছাসেবীর ওপর দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের প্রথম ভ্যাকসিন কোভ্যাকসিন প্রয়োগ করা হবে। নভেম্বরের মাঝে এই কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের মানব ট্রায়াল শুরু হয়েছিল, লক্ষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে হওয়া এই ট্রায়াল ২৬ হাজার স্বেচ্ছাসেবীর ওপর করা হবে।

এখনও অনুমোদন পায়নি কোভ্যাকসিন
মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘কোভিড-১৯-এর জন্য এটি ভারতের প্রথম এবং একমাত্র তৃতীয় পর্যায়ের কার্যকারিতা অধ্যয়ন এবং ভারতের যে কোনও ভ্যাকসিনের জন্য সর্বকালের বৃহত্তম পর্যায়-৩ কার্যকারিতা পরীক্ষা করা। কোভ্যাকসিন এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হাজার জন স্বেচ্ছাসেবীর ওপর করা হয়, যা নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এমনই ফল দেখা গিয়েছিল, যা আন্তর্জাতিক স্তরের জার্নালে এই ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা প্রকাশ করা হয়।' যদিও ভারত বায়োটেতকের কোভিড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য ইইউএ অনুমোদন পাওয়ার আবেদন এখনও ছাড়পত্র পাওয়ার জন্য ড্রাগ নিয়ামকের কাছে অমিমাংসীত অবস্থায় রয়েছে। তারা যতদিন না এই ভ্যাকসিনে পর্যাপ্ত সুরক্ষা ও কার্যকারিতার তথ্য পাবে ততদিন মিলবে না ছাড়পত্র।

দেশীয় পদ্ধতিতে তৈরি ভ্যাকসিন
ভারতের দেশীয় কোভিড-১৯ ভ্যাকসিন, ভারত বায়েটেক আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সহায়তায় কোভ্যাকসিন তৈরি করেছে। এই দেশীয়, নিষ্ক্রিয় ভ্যাকসিনটি ভারত বায়োটেকের বিএসএল-৩ (বায়ো-সেফটি লেভেল ৩) বায়ো-কনটেন্টমেন্ট সুবিধায় তৈরি করা হয়েছে, যা বিশ্বের একমাত্র ধরণ। এই ভ্যাকসিনের প্রার্থীটি উচ্চতরভাবে পরিশোধিত ও নিষ্ক্রিয় দু'টি ডোজের সার্স-কোভ-২-এর ভ্যাকসিন, যেটি প্রস্তুত করেছে ভেরো সেল প্রস্তুতকারক প্ল্যাটফর্ম, কমপক্ষে ৩ কোটি ডোজের একটি দুর্দান্ত সুরক্ষা ট্র্যাক রেকর্ড রয়েছে।

স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ সংস্থার
ভারত বায়েটেকের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা ইল্লা বিবৃতিতে বলেছেন, ‘এটি ভারতে এখনও পর্যন্ত অভূতপূর্ব ভ্যাকসিন পরীক্ষা হবে এবং এই ট্রায়ালে যোগদানকারীদে দেখে আমরা অভিভূত হচ্ছি। আমরা কোভিড-১৯ এর জন্য একটি নিরাপদ এবং কার্যকরী ভারতীয় ভ্যাকসিন আনতে সক্ষম হতে পারছি এবং একে সমর্থনের জন্য সারাদেশের ১৩ হাজার স্বেচ্ছাসেবকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের ২৬ হাজার স্বেচ্ছাসেবকের লক্ষ্য অর্জনের জন্য এই স্বেচ্ছাসেবকরা আমাদের অনুপ্রাণিত করছেন। ধন্যবাদ।'

মোদীর পরিদর্শন
গত ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত বায়োটেকের হায়দরাবাদের ল্যাবে গিয়েছিলেন এবং সেখানকার বিজ্ঞানীদের সঙ্গে কথাও বলেন। ভ্যাকসিন ট্রায়াল দেশে সফলতার সঙ্গে করার জন্য মোদী তাঁদের অভিনন্দন জানান। মোদী ছাড়াও ৬৪ জন বিদেশি প্রতিনিধি বিভিন্ন দেশ থেকে এসে ভারত বায়োটেক করোনা ভ্যাকসিন তৈরির কাজ দেখে যান।
নতুন বছরের আগেই দেশজুড়ে বাড়ছে করোনা উদ্বেগ! একনজরে কেন্দ্রের নয়া এসওপি