জাহাজ ডুবছে, কেন দেশে ফিরছেন বিরাট? দেশের দায়িত্বকে বেশি গুরুত্ব দিতাম, বললেন প্রাক্তনী
কোহলির জায়গায় থাকলে কখনওই এমন বিপর্যয়ের পর সিরিজের মাঝে দেশে ফিরতাম না। অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে ৩৬ রানে ভারতের লজ্জার অলআউটের পর, পিতৃত্বাকালীন ছুটিতে ভারত অধিনায়ক বিরাট কোহলির দেশে ফেরাকে কটাক্ষ করে এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী। যা গুরুত্বপূর্ণ সিরিজের মাঝে বিরাটের দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে তৈরি বিতর্কে নতুন করে ঝড় তুলে দিল।

মহালজ্জার ৩৬!
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়। এটাই টেস্টের ইতিহাসে ভারতের সর্বনিম্ন দলগত স্কোর। ব্যাটে এমন বিপর্যয়ে সিরিজে ০-১ পিছিয়ে পরেছে ভারত। আর এর পরও অধিনায়ক হিসেবে বিরাটের দেশে ফিরে আসা নিয়ে বিতর্ক তুঙ্গে।

ভারতের জোডা় ধাক্কা
সেই সঙ্গে বাউন্সারের আঘাতে হাত ভাঙায় সিরিজের বাকি ৩ টেস্ট থেকে মহম্মদ শামি ছিটকে যাওয়ায় ভারত জোড়া খেয়েছে। এই পরিস্থিতিতে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে কোন পথে দল ঘুরে দাঁড়াবে সেই নিয়ে চিন্তার কালো মেঘ।

জাহাজ ডুবছে, কেন দেশে ফিরছেন বিরাট, প্রশ্ন তুলে দিলেন প্রাক্তনী
এই অবস্থায়ে ডনের দেশে ভারতীয় ব্যাটিং ও দল যখন ডুবছে, তখন জাহাজ ডোবার এই পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে বিরাট কী করে জাতীয় দায়িত্বের পরিবর্তে ব্যক্তিচিন্তায় দেশে ফিরছেন সেই নিয়ে প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী প্রশ্ন তুলেছেন।

প্রাক্তন ক্রিকটার কী বললেন
ভারতের প্রাক্তন ক্রিকেটার এই নিয়ে বলেন, 'সন্তান হওয়ার সময় স্ত্রীয়ের পাশে থাকা অবশ্যই বাবা হিসেবে দায়িত্ব কিন্তু দেশের দায়িত্বে থাকলে তাঁকে এই আবেগ বর্জন করতে হয়। এই পরিস্থিতিতে আমি থাকলে কিছুতেই দেশে ফিরতাম না। আমার কাছে সবার আগে জাতীয় দায়িত্ব।'
৩ বছর পরেও বিশ্বসেরা রোহিত! অমলিন অনবদ্য রেকর্ড, পরিসংখ্যানে চোখ রাখুন