মেলবোর্ন: পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া ছাড়লেন বিরাট কোহলি৷ তবে দেশে ফেরার বিমান ধরার আগে দলকে পেপ-টক দেন ভারত অধিনায়ক৷ বিরাটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার সিরিজের বাকি তিনটি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন টেস্ট ক্রিকেটে কোহলির ডেপুটি অজিঙ্ক রাহানে৷
অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট হেরে চার ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে থেকে বক্সিং ডে টেস্টে নামছে ভারত৷ ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট৷ কিন্তু প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে দেশে ফিরছেন কোহলি৷ অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগেই বোর্ডের কাছে পিতৃত্বকালীন ছুটির আবেদন জানিয়েছিলেন ভারত অধিনায়ক৷ বোর্ডও সেই আবেদনে সাড়া দিয়ে ছুটি মঞ্জুর করে৷
কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-২০ সিরিজ খেলেছে ভারত৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ১-২ হারলেও তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জিতে নেয় ভারত৷ তারপর শুরু হয়েছে চার টেস্টের সিরিজ৷ অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেট হারে কোহলি অ্যান্ড কোং৷
তবে প্রথম টেস্টে হারই নয়, অ্যাডিলেডে অজি বোলারদের সামনে আত্মসমর্পণ করে লজ্জাজনক স্কোর আউটে হয়েছে কোহলিরা৷ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে যায় ভারত৷ যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন টেস্ট স্কোর৷ সেই সঙ্গে ৪৬ বছর আগের রেকর্ড ভেঙে ভারতীয় ক্রিকেটকে একরাশ লজ্জা এনে দেন বিরাটের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া৷
মঙ্গলবার সকালেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার বিমান ধরেন বিরাট৷ তবে ভারতের বিমান ধরার আগে পুরো দলের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক৷ অজিঙ্ক রাহানের হাতে সরকারীভাবে নেতৃত্ব হস্তান্তর করে দলকে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামার পরামর্শ দেন কোহলি৷ শুধু বিরাট নয়, বক্সিং ডে টেস্টে ভারত পাবে না রোহিত শর্মার মতো ব্যাটসম্যানকেও৷ রোহিত অস্ট্রেলিয়ায় থাকলেও ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কারণে দ্বিতীয় টেস্টের পরই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন রোহিত৷ অর্থাৎ সিডনিতে সিরিজের তৃতীয় টেস্ট থেকে মাঠে নামতে পারবেন বিরাট৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.