সামান্য বাড়ল তাপমাত্রা! জাঁকিয়া শীত কত দিন, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
রাজ্যের প্রায় সব জায়গাতেই তাপমাত্রা বাড়ল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়ায়। মঙ্গলবার তা হয়েছে ১২.৫ ডিগ্রি। তবে তা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (weather) ডিসেম্বরের শেষ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে।
ভোটে জেতার নীল নকশা অমিত শাহের হাতেই! জানুয়ারিতেই ফের রাজ্য সফর, তারিখ ও কর্মসূচি নিয়ে আলোচনা

শুক্রবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝা
পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা ফের দাপট দেখাবে শুক্রবার থেকে। উত্তর ভারতের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে ১ থেকে ৪ ডিগ্রি নিচে। বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব বাতাসের জেরে দক্ষিণ ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। মধ্যভারত ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কম থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ৭২ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০ (১০.২)
বালুরঘাট ১০.৮ (১০.৩)
বাঁকুড়া ১০.৩ (৯.৪ )
ব্যারাকপুর ১১ (৯.৩)
বহরমপুর ৯.২ (৯.৪)
বর্ধমান ১০.৩ (৮.৬ )
ক্যানিং ১১.৪ (১০.৬)
কোচবিহার ৭.৯ (৭.৫ )
দার্জিলিং ৫.৪ (৬)
দিঘা ১০.৮ (১০.৩)
কলকাতা ১২.৫ (১১.৪)
মালদহ ১২.৫ ( ১১.৪)
পানাগড় ৯ (৭ )
পুরুলিয়া ৭ (৬.৪)
শিলিগুড়ি ৭.৩ (৭.৬)
শ্রীনিকেতন ১০ (৮.৫)