• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ওপেনিংয়ের পৃথ্বীর পরিবর্তন কে, শুভমানের কোথায় খেলা উচিত? কী বললেন গাভাসকর

  • |

বিরাটের পরিবর্তে ভারতীয় দলে অধিনায়ক রাহানে,বক্সিং ডে টেস্টে এই পরিবর্তন ক্রিকেট ফ্যানেদের সবারই জানা। কিন্তু বাকি পরিবর্তনগুলিতে কারা, সেই নিয়েই কৌতুহল তুঙ্গে। এবার ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর, মোলবার্নে দ্বিতীয় টেস্টে পরিবর্তন নিয়ে পরামর্শ জানালেন।

ওপেনিংয়ে পৃথ্বীর পরিবর্তন চাইছেন সানি

ওপেনিংয়ে পৃথ্বীর পরিবর্তন চাইছেন সানি

বিরাট প্রথম টেস্টে খেলে দেশে ফিরে আসার কারণে ব্যাটিংয়ে শূন্যস্থান তৈরি হচ্ছে মেনে নিয়েছেন গাভাসকর। সেই সঙ্গে ডনের দেশে সেই ইনিংসে লজ্জার ৩৬ রানে অলআউটের বিপর্যয় স্মৃতি, সফরের আগামী টেস্টেও ভারতকে পিছু তাড়া করবে। এই পরিস্থিতিতে ওপেনিংয়ে পৃথ্বীর পরিবর্তন চাইছেন সানি।

ওপেনিংয়ে এই ক্রিকেটারকে দেখতে চান গাভাসকর

ওপেনিংয়ে এই ক্রিকেটারকে দেখতে চান গাভাসকর

পৃথ্বীর পরিবর্তে লোকেশ রাহুলকে ওপেনিংয়ে দেখতে চান গাভাসকর। অতীতে দেশের জার্সিতে টেস্টে ম্যাচে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে রাহুলের। সেই সঙ্গে এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন রাহুল।

অজিভূমের রাহুলের প্রথম টেস্ট সেঞ্চুরি

অজিভূমের রাহুলের প্রথম টেস্ট সেঞ্চুরি

প্রসঙ্গত টেস্ট ক্রিকেটে ডনের দেশেই প্রথম সেঞ্চুরি হাঁকান রাহুল। ২০১৪ সালে মেলবার্নে রাহুলের টেস্ট অভিষেক হয়। প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হলেও সিডনি টেস্টের প্রথম ইনিংসে রাহুল ১১০ রান হাঁকান। পরবর্তী সময়ে ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে লোকেশ রাহুল অবশ্য আশা পূরণ করতে পারেননি। ডনের দেশে ৫ ইনিংসে রাহুল যথাক্রমে ২, ৪৪, ২,০, ৯ রান হাঁকান। তবে, বর্তমানে রাহুল সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য স্বপ্নের ফর্মে রয়েছেন। এবার লাল বলের ক্রিকেটে সেই ধারাবাহিকতা দেখিয়ে ব্যাট হাতে ভারতকে জয়ের সরণীতে ফেরাতে পারেন কিনা,সেটাই এখন দেখার।

শুভমান গিল কোথায়

শুভমান গিল কোথায়

অন্যদিকে দলের মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি জন্য শুভমান গিলকে মিডল অর্ডারে দেখতে চান বলে গাভাসকর জানালেন। ছয় নম্বরে গিলকে দেখতে চান সানি।

English summary
India vs Australia: Gavaskar thinks KL Rahul should replace Shaw and Gill Should play in middle oder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X