শক্তি প্রদর্শনের লড়াই, বোলপুরে শাহের পাল্টা মহামিছিলের ডাক মমতার, কোমর বাঁধলেন অনুব্রত
কার সমর্থক বেশি এবার অমিতেসর সঙ্গে সম্মুখ সমরে নামলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে মহামিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতের রোড শো যে পথে গিয়েছে সেই পথেই এগোবে মহামিছিল। তার প্রস্তুতিতে কোমড় বেঁধে নামলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু বোলপুর সাবডিভিশনের সমর্থকেই অমিতের ব়্যালির দ্বিগুণ জমায়েত হবে মমতার মিছিলে হুঙ্কার অনুব্রত মণ্ডলের। বাইরে থেকে লোক এমে মিছিল ভরাবে না তৃণমূল। কটাক্ষ অনুব্রতর।

বোলপুরে মহামিছিল মমতার
অমিতের পাল্টা মিছিল। এবার বোলপুরে মহামিছিল করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শক্তি প্রদর্শনের বড় চ্যালেঞ্জ মমতার। অমিত শাহের রোড শোয়ের পথেই হবে মমতার মহামিছিল। তবে তা চৌরাস্তাতে গিয়েই শেষ হয়ে যাবে না। সেই মিছিলের পরিসর হবে আরও অনেক বেশি। বোলুপুরের আরও অনেক পথ ঘুরবে মমতার মহামিছিল। অমিত শাহকে তিনি বুঝিেয় দিতে চান বাঢ়বাংলার কনায় কনায় ছড়িয়ে রয়েছে তৃণমূল।

অনুব্রতর হুঙ্কার
ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হুঙ্কার দিয়ে বলেছেন, ২ লক্ষ লোক হবে মমতার মহামিিছলে। বাইরের থেকে কোনও লোক হবে না। কেবল বোলপুর সাবডিভিশনের লোক নিয়েই হবে মিছিল। অমিতের সভায় বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসেছিল বিজেপি। সেই লোকেই অমিত শাহের সভা ভরানো হয়েছিল।

পাল্টা আক্রমণ কৈলাশের
অনুব্রতর আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি কটাক্ষ করে বলেছেন অমিত শাহের রোড শোয়ে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁরা বাংলাদেশি নন। তাঁরা ভারতেরই বাসিন্দা। তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে ভোটের জন্য ফের আক্রমণ শানিয়েছেন কৈলাশ বিজেয়বর্গীয়। অনুব্রত ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের মমতার সভায় নিয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শক্তি প্রদর্শনের লড়াই
বোলপুরে অমিত শাহোর রোড শোয় বিপুল সমসমর্থন দেখা দিয়েছিল। তারপরেই অনেকটা শক্তি প্রদর্শনের লড়াইয়ে নামলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই বোলপুরকে মহামিছিলের স্থান হিসেবে বেছে নেওয়া। শুধু বোলপুর নয় এর পর মেদিনীপুরেও তৃণমূল কংগ্রেস সভা করবে। আগামী ২৪ ডিসেম্বর মেদিনীপুরের কাঁথিতে মিছিল করার কথা শুভেন্দুর। তার আগেরদিন ২৩ ডিসেম্বর ফিরহাদ হাকিম, সৌগতরা কাঁথিতে মিছিল করবেন বলে জানা গিয়েছে।
লড়াই পিকে বনাম শুভেন্দুর! তৃণমূলের ভাঙন রুখতে কোন পথে ঘুঁটি সাজাবেন প্রশান্ত কিশোর