নয়াদিল্লি: আসন্ন মরশুমে নাকি ১০টি দল নিয়ে দেশের মাটিতেই হবে আইপিএল। করোনা আবহে মরুশহরে ২০২০ আইপিএলে শেষ হওয়ার আগেই বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছিল এমন খবর। যদিও অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি বিসিসিআই’য়ের এমন সিদ্ধান্তের বিরোধীতায় সরব হয়েছিল। তবে বিসিসিআই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পরিধি বাড়ানোর ব্যাপারে তৎপর ছিল।

তবে সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশ ২০২১ আইপিএল অনুষ্ঠিত হবে আটটি দলকে নিয়েই। নয়া দু’টি দল বা ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্তির জন্য বিড ওপেন করা হবে ২০২২ আইপিএলের আগে। অর্থাৎ, বিসিসিআই’য়ের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে ১০ দলকে নিয়েই অনুষ্ঠিত হবে আইপিএল। যদিও তা একবছর পিছিয়ে যাচ্ছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত যদিও এখনও গৃহীত হয়নি। আগামী ২৪ ডিসেম্বর আমেদাবাদে বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে মনে করা হচ্ছে।

ওই সূত্রটি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, ‘বিসিসিআই যখন উপযুক্ত সময় মনে করবে তখনই নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য বিড ওপেন করবে। কিন্তু ২০২১ আইপিএলের আগে হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা অনেকটাই ফিকে মনে হচ্ছে।’ মনে করা হচ্ছে ত্রয়োদশ এবং চতুর্দশ আইপিএলের মাঝে সময় যেহেতু মাত্র কয়েকমাসের তাই ২০২১ আইপিএলের আগে নতুন দলের বিড আমন্ত্রণের বিষয়টি থেকে সরে আসতে চাইছে বিসিসিআই। কারণ বিভিন্ন প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে নয়া ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার বেশ সময়সাপেক্ষ। সে কারণেই ২০২১ আগে গৃহীত সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছে বিসিসিআই।

আবার এও শোনা যাচ্ছে, পরিবর্তে টুর্নামেন্টের টাইটেল স্পনসরশিপ স্বত্ত্ব ক্রয় নিয়ে সময় ব্যয় করতে চাইছে বিসিসিআই। ২০২০ আইপিএলের আগে তা তুলে দেওয়া হয়েছিল ড্রিম ১১-র হাতে। উল্লেখ্য, করোনার জেরে ২০২০ ত্রয়োদশ আইপিএল সাধারণত যে উইন্ডোয় (মার্চ-এপ্রিল) অনুষ্ঠিত হয়ে তা থেকে পিছিয়ে সেপ্টেম্বর-নভেম্বর উইন্ডোয় মরুশহরে অনুষ্ঠিত হয়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।