এখনও দাঁড়িয়ে সাইডলাইনে, কংগ্রেসের দায়িত্ব কাঁধে তুলে নিতে কতটা প্রস্তুত রাহুল গান্ধী
সাইডলাইনে দাঁড়িয়ে দিন কাটিয়ে দিচ্ছেন রাহুল গান্ধী। ২০১৯ সালের মে মাসের পর থেকে এখনও পর্যন্ত ১৭টি রাজ্যে পা রাখেননি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এর মধ্যে তিনি পাঁচ রাজ্যে একবার করে গিয়েছেন। কেরলে গিয়েছেন ৮ বার। বর্তমানে সেরাজ্য থেকেই তিনি সাংসদ। এছাড়াও পাঁচটি রাজ্যে দুই বার করে গিয়েছেন পাঁচ রাজ্যে।

মসনদে বসতে চলেছে রাহুল গান্ধী?
এই আবহেই গত সপ্তাহে কংগ্রেসের দলীয় বৈঠকে রাহুল গান্ধী বলেছিলেন, 'আপনারা সবাই চাইছেন বলে আমি দলের হয়ে কাজ করতে তৈরি।' যা নিয়ে জল্পনা বাড়ে রাজনৈতিক আঙিনায়। তাহলে কি ফের কংগ্রেসের মসনদে বসতে চলেছে রাহুল গান্ধী? কংগ্রেসের প্রাক্তন সভাপতি নাকি বিদ্রোহীদের দাবি মেনে নিয়ে এও বলেছেন, বুথ স্তরে সংগঠনকে মজবুত করার জন্য আরও বেশি যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন।

তেলাঙ্গানা, গুজরাত, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে সংগঠন বদল
এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, তেলাঙ্গানা, গুজরাত, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র - চারটি রাজ্যের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠকের পরই সেখানকার শীর্ষ নেতৃত্বে পরিবর্তন করতে চলেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। তেলাঙ্গানার কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডি হায়দরাবাদ পৌর নির্বাচনে খারাপ ফলের দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন।

গুজরাতেও উপনির্বাচনে দলের খারাপ ফল
গুজরাতেও উপনির্বাচনে দলের খারাপ ফলের পর সেখানকার কংগ্রেস সভাপতি অমিত চাভড়াও পদত্যাগ করেছেন। গত সপ্তাহেই কংগ্রেস মুম্বইয়ে আঞ্চলিক কমিটিতে পরিবর্তন করে। মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাটকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের বৈঠকে সাংগঠনিক নির্বাচন করতে সম্মত হয় দলের শীর্ষ নেতৃত্ব। ওয়ার্কিং কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। বৈঠকে রাহুল গান্ধী জানান, তিনি দলের হয়ে কাজ করতে প্রস্তুত।

তিনটি সর্বভারতীয় কংগ্রেস কমিটি
সোনিয়া গান্ধী অসম ও কেরলের জন্য তিনটি সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সচিব নিয়োগ করেছেন, যেখানে আগামী বছরের শুরুর দিকে বিধানসভা নির্বাচন হবে। নবনিযুক্ত সচিবরা দুই রাজ্যের জেনারেল সেক্রেটারি - অসমে জিতেন্দ্র সিং এবং কেরলে তারিক আনোয়ার-কে সহায়তা করবেন।