হাথরাস কাণ্ড: অভিযুক্তরা তরুণীর দ্বারা প্রত্যাখ্যাত হতেই অপরাধে পা বাড়ায়! সিবিআই চার্জশিট কী বলছে
হাথরাস মামলায় সিবিআইয়ের তরফে যে চার্জশিট পেশ হয়েছে তাতে হাড়হিম করা একাধিক বক্তব্য উঠে আসে। সিবিআই তাদের চার্জিশিটে জানিয়েছে নির্যাতিতা তরুণীর দ্বারা প্রত্যাখ্য়াত হতেই অবসাদে চলে যায় হাথরাসকান্ডের অভিযুক্তরা। এরপরই শুরু হয় অপরাধের পথে পা বাড়ানোর ছক।

সিবিআইয়ের তদন্তে উঠে আসে যে , হাথরাস কাণ্ডে অভিযুক্ত সন্দীপের সঙ্গে তরুণীর কোনও প্রেমের সম্পর্ক ছিল। ২ জনের মধ্যে ১০৫ টি কল আদানপ্রদান হয়েছে ২০১৯ অক্টোবর থেকে ২০২০ সালের মার্চের মধ্যে। এছাড়াও একাধিক তথ্য সহযোগে সিবিআই দেখেছে যে এই সম্পর্কে প্রত্যাখ্যানের কারণেই সন্দীপ প্রতিহিংসার রাস্তা নেয়। দুজনের সম্পর্ক যখন দুই পরিবার জানতে পারে, তখনই সংঘাত শুরু হয়। এই নিয়ে সন্দীপের বাড়ির সামনেও, দুই পরিবারের মধ্যে সমস্যার ঝামেলা বাঁধতে দেখা যায়।

এদিকে, সেপ্টেন্বর মাসের এই ঘটনায় উত্তরপ্রদেশের স্থানীয় পুলিশের উদাসীনতাও সিবিআই চার্জশিটে তোলা হয়। সেই সময় পুলিশের কাছে গিয়ে নির্যাযাতিতা নিজের বয়ানে 'জোর জবরদস্তি'র প্রসঙ্গ তোলেন। তবে তাতে আমল দিতে চায়নি পুলিশ। আর সেই জায়গা থেকেই যোগীর পুলিশের বিরুদ্ধে একাধিক উদাসীনতার তথ্য সিবিআই নিজের চার্জশিটে তুলে ধরেছে।