• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দেশে ফেরার আগে দলের সঙ্গে বিশেষ বৈঠক করবেন বিরাট, রিপোর্ট

  • |

অস্ট্রেলিয়া ছাড়ার আগে, দলের সঙ্গে বৈঠক করবেন বিরাট কোহলি। ভারতীয় দল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ডনের দেশে পিঙ্ক বলে দিন রাতের টেস্টে খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে আগেই বিরাটদের দেশে ফিরে আসার কথা ছিল। সেই মতোই প্রথম টেস্ট খেলার পর ভারত অধিনায়ক দেশে ফিরবেন। তবে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে লজ্জার ব্যাটিং বিপর্যয়ে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর সর্বত্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সেই কারণেই ভারতের বিমান ধরার আগে দলের সঙ্গে বিরাট বিশেষ বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

লজ্জার ব্যাটিং বিপর্যয়ে ভারতকে নিয়ে সমালোচনা তুঙ্গে

লজ্জার ব্যাটিং বিপর্যয়ে ভারতকে নিয়ে সমালোচনা তুঙ্গে

শেষবার এই বিরাটের অধীনেই মেলবোর্ন টেস্ট জিতে ভারত চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ও শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই ভারত টেস্ট সিরিজ জিতে নেয়। বিরাটের অধিনায়কত্বে অস্ট্রেলিয়াকে অজিদের মাঠে প্রথমবার ২-১ ব্যবধানে হারিয়ে ভারতীয় দল ইতিহাস তৈরি করে। এবার নতুন বছরে বাবা হতে চলার জন্যে বিরাট অবশ্য শেষ তিন টেস্টে থাকছেন না।

সতীর্থদের সঙ্গে বৈঠক করবেন বিরাট

সতীর্থদের সঙ্গে বৈঠক করবেন বিরাট

তার আগে দলের সবার সঙ্গে বৈঠক করে ডনের দেশে আগামী দিনে সিরিজে কীভাবে কামব্যাক করতে হবে পরিকল্পনা তৈরি করে দিতে চান বিরাট। পাশাপাশি ভারতীয় দলকে তিনি উদ্বুদ্ধ করার জন্য পেপটক দেবেন বলেও দলের সূত্রে জানা গিয়েছে।

অতীতে বিরাটের অনুপস্থিতিতে ভারতকে অজিদের বিরুদ্ধে টেস্টে জিতিয়েছেন রাহানে

অতীতে বিরাটের অনুপস্থিতিতে ভারতকে অজিদের বিরুদ্ধে টেস্টে জিতিয়েছেন রাহানে

কোহলি দেশে ফিরলে অজিঙ্ক রাহানে ভারতীয় টিমের দায়িত্ব নিতে চলেছেন। অতীতে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে বিরাট কাঁধের চোটের জন্য চতুর্থ টেস্ট থেকে ছিটকে যান। সেবার কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলের দায়িত্ব নিয়ে অজিঙ্ক রাহানে ধর্মশালায় অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট জিতিয়ে ২-১ ব্যবধানে ভারতকে সিরিজ জয় উপহার দেন।

অধিনায়ক রাহানেকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে

অধিনায়ক রাহানেকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে

এবার কোহলির অনুপস্থিতিতে পিছিয়ে থাকা অবস্থায় রাহানে ভারতীয় দলকে জয়ে ফিরিয়ে বর্ডার গাভাসকর ট্রফি রক্ষা করতে পারেন কিনা, সেটাই এখন দেখার। বিরাটের অনুপস্থিতিতে অধিনায়ক রাহানেকে নিয়ে ভারতীয় প্রাক্তনীরা আশাবাদী রয়েছেন।

বক্সিং ডে টেস্টে অজিদের প্রত্যাঘাত দিতে ভারতের সামনে অনুপ্রেরণা কী জেনে নিন

English summary
Ind vs Aus test series: Virat Kohli Will Have Special Team Meeting Before Leaving For Home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X