• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হুমকির মুখে মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থা, আমেরিকায় মার্শাল আইন লাগুর চিন্তা ট্রাম্পের!

নভেম্বরে দেশের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আট কোটি ভোটে জিতেছেন। অনিশ্চয়তা দেখা দেয়, যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প হার স্বীকার করতে অস্বীকার করেন। এরই মধ্যে নাকি ডোনাল্ড ট্রাম্প এবার মার্শাল ল লাগু করার কথা ভাবছেন। আর এরই মাধ্যমে নির্বাচনী ফলাফলকে খারিজ করার কথা ভাবছেন। তবে মার্কিন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হতেই ট্রাম্প এই কথা অস্বীকার করেন।

ট্রাম্পের অতি উৎসাহকে হার মানতে হয়েছিল

ট্রাম্পের অতি উৎসাহকে হার মানতে হয়েছিল

ট্রাম্পের অতি উৎসাহকে হার মানতে হয়েছিল, যখন বাইডেন ইলেক্টোরাল কলেজ থেকেও ৩০৬টি ভোট নিশ্চিত করে ফেলেন। জয়ের পর বাইডেন টুইট করেন, 'আমেরিকায় রাজনীতিবিদরা ক্ষমতা দখল করেন না - মানুষ সেটা তাঁদের হাতে দেয়। এই দেশে গণতন্ত্রের শিখা বহুদিন আগেই জ্বলে উঠেছিল। আর আমরা জানি যে কোনও কিছুই তা সে মহামারী হোক বা ক্ষমতার অব্যবহার, সেই শিখাকে নেভাতে পারবে না।'

বাইডেন জয় চুরি করেছেন!

বাইডেন জয় চুরি করেছেন!

তিনি আমেরিকার জনতার কাছে আবেদন করেন বিভেদের পৃষ্ঠা উলটে দিয়ে জাতীয় ঐক্য বজায় রাখতে। বাইডেন জানান যে তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে কোভিড মোকাবিলায় ব্যাপকহারে টিকাকরণ, গরিবদের আর্থিক সাহায্য ও অর্থনীতির পুনরুজ্জীবন। ভোটের দৌড়ে নেমে ট্রাম্প প্রাণপণ চেষ্টা করেন, গায়ের রঙের ভিত্তিতে মার্কিন সমাজকে বিভক্ত করতে। পরাজয় সত্ত্বেও যে রেকর্ড পরিমাণ ভোট তিনি পেয়েছেন, তার থেকেই এই বিষয়টাই স্পষ্ট হয়। বাইডেন জয় চুরি করেছেন, ট্রাম্পের এই অযৌক্তিক অভিযোগের কারণে ওয়াশিংটনের পথে ঘাটে খণ্ডযুদ্ধ পর্যন্ত বেধে যায়।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ব্যবহার অভূতপূর্ব

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ব্যবহার অভূতপূর্ব

একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ব্যবহার অভূতপূর্ব, যখন তিনি সেইসব আধিকারিকদের কটূক্তি করেন, যাঁরা বলেছিলেন যে ভোটে কোনও বেনিয়ম হয়নি। তিনি বিচারব্যবস্থাকেই শুধু সমালোচনা করে ক্ষান্ত হননি, পাশাপাশি তাঁর মতো করে যারা চলতে চাননি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সেইসব ব্যক্তিদের অপসারিতও করেন তিনি। তাঁর আচরণ কোভিড মহামারীর থেকেও বেশি বিপজ্জনক ছিল।

১৬টি ইলেক্টোরাল ভোট বদলের চেষ্টা

১৬টি ইলেক্টোরাল ভোট বদলের চেষ্টা

ট্রাম্পবাহিনী চেষ্টা করেছিল যাতে ১৬টি ইলেক্টোরাল ভোট বদলে মিশিগানে নির্বাচনের অভিমুখ বদলে দেওয়া যায়। ফলাফল বদলাতে অস্বীকার করে মিশিগানের রিপাবলিকান স্পিকার বলেন, "আমি আমাদের নিয়ম, প্রথা, প্রতিষ্ঠানকে ঝুঁকির মধ্যে ফেলে ট্রাম্পের পক্ষে প্রস্তাব আনার কথা ভাবতেও পারি না।"

বেনিয়মকে প্রশ্রয় দেননি স্পিকার

বেনিয়মকে প্রশ্রয় দেননি স্পিকার

স্পিকার আশঙ্কা প্রকাশ করেন, যদি বেনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে দেশকে হারাতে হতে পারে। তাঁর কথা থেকেই স্পষ্ট যে ট্রাম্প কতটা নিচে নেমেছিলেন। চার বছর আগে ইকোনমিস্ট পত্রিকার করা একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, ট্রাম্পের পুনর্নির্বাচনকে বিশ্বের পক্ষে সবথেকে বড় বিপদ মনে করা হচ্ছে।

ট্রাম্পের রণংদেহী মূর্তি

ট্রাম্পের রণংদেহী মূর্তি

ট্রাম্প গত চার বছরে তাদের সঠিক প্রমাণ করতে কোনও কিছুই ছাড়েননি। তিনি সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে একটা হাস্যকর জায়গায় নিয়ে যান এবং নিজেকে অদ্ভূত অহংকারে চালিত করতে থাকেন। তাঁর হঠকারী সিদ্ধান্তগুলোর জেরে তিনি আমেরিকাকে বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। ট্রাম্প একপেশে ভাবে প্যারিস চুক্তি এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসেন। তিনি ট্রান্স-আটলান্টিক জোট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ত্যাগ করেন। যেভাবে তিনি চিনের সঙ্গে বাণিজ্যিক সংঘাতে গেছেন, তা আন্তর্জাতিক মহলে আলোড়ন তৈরি করে।

English summary
Donald Trump discussed about imposing Martial Law in USA and scrap election results
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X