মেলবোর্নে মাঠে নামার আগে মাইন্ড গেম শুরু! ভারতকে ৪-০ হারাবে অস্ট্রেলিয়া, ভবিষ্যদ্বাণী অজি প্রাক্তনীর
অ্যাডিলেডে ৩৬ রানে লজ্জার ইনিংসের ধাক্কা কাটিয়ে ভারতের সামনের পরীক্ষা এবার মেলবার্ন টেস্ট। শনিবার ২৬ ডিসেম্বর থেকে এই মেলবোর্নেই বক্সিং ডে টেস্টে মাঠে নামতে চলেছে ভারত। অজিদের বিরুদ্ধে টেস্টের দলগত সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পর ভারতের সামনে চিন্তা এখন তিন। বিরাটের অনুপস্থিতিতে দল কীভাবে ঘুরে দাঁড়াবে? ব্যাটিং অর্ডার কী হবে? আর কব্জির হাড় ভাঙায় শামি সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর বিকল্প কে?এই তিন প্রশ্ন নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টে যখন চিন্তার কালে মেঘ! তখনই মাইন্ড গেম শুরু করে দিল অজিরা।

ভারতকে ৪-০ হারাবে অস্ট্রেলিয়া
পিঙ্ক টেস্টের দ্বিতীয় ইনিংস ভারতকে ৩৬ রানে গুটিয়ে দেওয়ার পর, সিরিজে অস্ট্রেলিয়ার ৪-০ জয়ের আশা দেখছেন রিকি পন্টিং। মেলবোর্নের মাঠে বল গড়ানোর আগে সরাসরি পন্টিং জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ার সামনে এবার ভারতকে টেস্টে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে।

পন্টিং কী বললেন
সিরিজের ভবিষ্যৎ নিয়ে অস্ট্রেলিয়ার সফল প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেন, 'ভারতকে ব্যাটিংয়ে বিপর্যস্ত করে অজিরা দারুণ আঘাত দিয়েছে। ভারতীয় ব্যাটিং সম্পূর্ণ ফেল করেছে। ওদের দুর্বলতা এখন প্রকাশ্যে চলে এল। এখন অস্ট্রেলিয়ার সামনে তাই বড় সুযোগ। মেলবোর্নেও অজিরা ভারতকে হারিয়ে এগিয়ে যাবে বলে আশা রাখি। '

ভারতের ফিরে আসা কঠিন, ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের
সেই সঙ্গে রিকি পন্টিং আরও বলেছেন, 'এমন ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে, ভারতের সিরিজে ফিরে আসা কঠিন। মেলবোর্নে অস্ট্রেলিয়া ধারেভারে অনেক বেশি শক্তিশালী '

শক্তিশালী হয়ে মেলবোর্নে নামতে চলেছে অস্ট্রেলিয়া
প্রসঙ্গত চোট সারিয়ে মেলবোর্ন টেস্ট দিয়ে অজি জার্সিতে ফিরছেন ওয়ার্নার। ইতিমধ্যে সিডনিতে করোনার কারণে লকডাউন এড়াতে ওয়ার্নার আগেই মেলবোর্নে পৌঁছে গিয়েছেন।সেই সঙ্গে প্রস্তুতিতে চোট পাওয়া পেসার সিন অ্যাবটও মেলবোর্ন টেস্টে দলে যোগ দেবেন। ফলে ভারতের বিরুদ্ধে দ্বিগুণ শক্তি মাঠে নামতে চলেছে অজিরা।

শক্তি হারিয়ে মেলেবার্নে নামবে ভারত
অন্যদিকে ভারতীয় শিবিরে সম্পূর্ণ উল্টো ছবি। যেখানে শামি ও বিরাটকে হারিয়ে ভারত মেলবোর্ন টেস্ট খেলতে নামতে চলেছে। প্রথম টেস্ট খেলে বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরছেন। অন্যদিকে হাতের হাড় ভাঙায় সিরিজের বাকি তিন টেস্টে নেই শামি।