• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএলের নতুন দলের লড়াই থেকে ছিটকে গেল এই শহর! জেনে নিন নাম

  • |

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে কোন দুই নতুন দলকে অন্তর্ভূক্ত করা হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই ইস্যুতে ক্রিকেট মহলে বেশ কয়েকটি নাম ভেসে বেড়ালেও, বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়, তা আগামী সাধারণ সভার বৈঠকে ঠিক হবে। ইতিমধ্যে পাওয়া খবর অনুযায়ী চেষ্টা করেও আইপিএলের জন্য দল পাচ্ছে না উত্তর-পূর্ব ভারতের এক শহর।

দল পাচ্ছে না গুয়াহাটি

দল পাচ্ছে না গুয়াহাটি

২০২১ সালে আইপিএলে নতুন দুই দলকে অন্তর্ভূক্ত করা হবে আভাস পেয়ে লড়াইয়ে নিজেদের নাম ভাসিয়ে দিয়েছিল অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন। অর্থাৎ গুয়াহাটিকে কেন্দ্র করে একটি নতুন দল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব খারিজ হয়েছে বলে খবর। তবে ২০২১ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বেশ কয়েকটি ম্যাচে গুয়াহাটিতে হতে পারে বলে বিসিসিআইয়ের একটা সূত্রের তরফে জানানো হয়েছে।

আহমেদাবাদ কার্যত নিশ্চিত

আহমেদাবাদ কার্যত নিশ্চিত

বিসিসিআইয়ের সচিব যেখানে জয় শাহ, সেখানে তাঁর প্রাণের শহর আহমেদাবাদ আইপিএলে অংশ নেবে না, তা কি হয়। ফলে গুজরাতের অন্যতম জনপ্রিয় এই শহর যে টুর্নামেন্টে নতুন দল হিসেবে অন্তর্ভূক্ত হতে চলেছে, তা প্রায় নিশ্চিত। এক লাখ দশ হাজারি মোতেরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে বলেও জানানো হয়েছে।

দ্বিতীয় শহরের লড়াইয়ে কারা

দ্বিতীয় শহরের লড়াইয়ে কারা

বিসিসিআই-এর একটি সূত্রের তরফে জানানো হয়েছে যে কোনও অঘটন না ঘটলে আইপিএলের আঙিনায় এবার প্রবেশ করতে চলেছে উত্তরপ্রদেশ। ফ্রাঞ্চাইজের দৌড়ে রাজ্যের রাজধানী লখনৌ এবং কানপুরের মধ্যে চলছে জোর লড়াই। যুদ্ধে নিজেদের ভাসিয়ে রেখেছে পুনেও।

কারা কিনবে দল

কারা কিনবে দল

বিসিসিআইয়ের এখনও পর্যন্ত যতটুকু জানানো হয়েছে, সে অনুযায়ী আইপিএলে নবম এবং দশম দলের মালিক হতে চলেছেন যথাক্রমে গৌতম আদানি এবং সঞ্জীব গোয়েঙ্কা। দ্বিতীয় জনের আইপিএলের সঙ্গে যুক্ত হওয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালে পুনে সুপারজায়েন্টের মালিক ছিলেন গোয়েঙ্কা।

বিসিসিআই বৈঠকে সিদ্ধান্ত

বিসিসিআই বৈঠকে সিদ্ধান্ত

আগামী ২৪ ডিসেম্বর বিসিসিআই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই আইপিএলের নতুন দুই ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করা হতে পারে। ওই বৈঠকে মেগা নিলাম নিয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে খবর।

মেলবোর্নে কেমন দল নিয়ে মাঠে নামা উচিত বিরাট-হীন ভারতের? বাদ পড়বেন কারা?

English summary
Guwahati would out of the race of new franchise in IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X