• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বেঙ্গালুরু বনাম এটিকে মোহনবাগানে আকর্ষণে সুনীল বনাম কৃষ্ণ, আত্মবিশ্বাসী হাবাস কী বললেন

  • |

আইএসএলে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি। সুনীল বনাম রয় কৃষ্ণর জমজমটা লড়াই দেখার অপেক্ষায় ভারতীয় ফুটবল ফ্যানেদের প্রহর গোনা শুরু।

 আইএসএলে এটিকে মোহনবাগানের পারফরম্যান্স

আইএসএলে এটিকে মোহনবাগানের পারফরম্যান্স

আইএসএলে এটিকে মোহনবাগান এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৪টি জয়, ১টি হার ও ১টি ড্র। ফলে হাবাসের দল ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

অপরাজেয় রয়েছে বেঙ্গালুরু

অপরাজেয় রয়েছে বেঙ্গালুরু

অন্যদিকে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু লিগের শুরুটা ভালো না করতে পারলেও এই মুহুর্তে দারুণ ফর্মে রয়েছে। লিগে শক্তিশালী বেঙ্গালুরু এখনও একটিও ম্যাচ হারেনি। ৬ ম্যাচে ৩টি জয়, ৩টি ড্র করে তারা ১২ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে থেকে এটিকে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

১ নয়, ৩ পয়েন্টে ঝাঁপাতে চান হাবাস

১ নয়, ৩ পয়েন্টে ঝাঁপাতে চান হাবাস

এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও হাবাস সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে কঠিন ম্যাচে ১পয়েন্ট নয়, ৩ পয়েন্টের লক্ষ্য ঝাঁপাতে চান। তিনি বলেছেন, 'আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচ জেতা সম্ভব। দলগুলোর ভারসাম্য এখন অনেক ভালো।ফুটবলে একটাই লক্ষ্য তিন পয়েন্ট। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধেও আমি ড্র বা হারের কথা ভাবছি না। লক্ষ্য ৩পয়েন্ট।'

বেঙ্গালুরু কোচের সামনে বড় পরীক্ষা

বেঙ্গালুরু কোচের সামনে বড় পরীক্ষা

অন্যদিকে বেঙ্গালুরু কোচ কার্লেস কুদ্রাতের কাছে এই ম্যাচে অপরাজিত থেকে দৌড় বজায় রাখা বড় পরীক্ষা। সুনীলদের কোচ বলেছেন, 'ওদের রক্ষণ খুব ভালো। লিগে খুব কম গোল হজম করেছে। ওদের রক্ষণ ভেঙে গোল করার চেষ্টা করতে হবে।'

English summary
Isl 2020: Atk mohun bangan vs Bengaluru Fc preview, Antonio Lopez Habas want 3 point from match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X