• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সৌমিত্র আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন! মমতা শিবিরে গিয়েই সুজাতা ফাটালেন জল্পনার বোমা

'কে বলতে পারে.. যে আমার সিদ্ধান্তে সৌমিত্র খাঁ আগামী দিনে যোগ দিতে পারেন !' এই বার্তা দিয়ে এদিন তৃণমূলে যোগ দিয়ে কার্যত বোমা ফাটালেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। এদিন কার্যত বিজেপির বাংলার সমস্ত দিককে কটাক্ষে বিঁধে জবাব দিলেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা।

 বিজেপিকে লোক আনতে হচ্ছে তৃণমূল

বিজেপিকে লোক আনতে হচ্ছে তৃণমূল

বিজেপিকে কার্যত এদিন তৃণমূলের বি টিম বলে উল্লেখ করলেন সুজাতা মণ্ডল। তিনি বলেন, 'আসল দুধ খেতে ভালোবাসি, তাই আসল দল করব, ভেজাল দুধ খাব না, ভেজাল দলও করব না।' তিনি বলেন, বিজেপি তৈরি করতে তৃণমূলে থেকে লোক আনতে হচ্ছে।

 সৌমিত্রর প্রতি বার্তা

সৌমিত্রর প্রতি বার্তা

এদিন সুজাতা বলেন, আগামী দিনে যাতে সৌমিত্রর শুবুদ্ধি হয়, তার আশা করছেন তিনি। আর আগামী দিনে তিনি চান স্বামী সৌমিত্রও সসম্মানে তৃণমূল পরিবারে যোগদান করুন। তাঁর সাফ বার্তা , আগামী দিনে যে সৌমিত্রও তাঁর সিদ্ধান্তের শরিক হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের পরিবারে ফের যোগ দেবেন না, এটা কে বলতে পারে!

ঝাঁসির রানি মমতা, অভিষেক প্রশিক্ষক

ঝাঁসির রানি মমতা, অভিষেক প্রশিক্ষক

এদিন কার্যত মমতাকে তিনি 'ঝাঁসির রানি' র সঙ্গে তুলনা করেন। পাশাপাশি, তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তিনি এই পার্টি যোগ দিচ্ছেন। আর অভিষেকের নেতৃত্বে তিনি আগামী দিন এগিয়ে যেতে চান।

তৃণমূল ও সুজাতার একার লড়াইয়ের বার্তা

তৃণমূল ও সুজাতার একার লড়াইয়ের বার্তা

সুজাতা মণ্ডল এদিন বলেন, একটা সময় গিয়েছে যে সময় তাঁর চাকরি চলে গিয়েছিল। তাঁর বাপের বাড়ি ভাঙচুর হয়। সেই সময় মা আর বাবাকে সঙ্গে নিয়ে তিনি অন্ধকারে দিন কাটান বলেও তিনি উল্লেখ করেন এদিন। এরপরই তাকে প্রশ্ন করা হয় যে , এই ঘটনা নিয়ে তাঁর অভিযোগ কি তৃণমূলের দিকে? যার উত্তরে সুজাতা বলেন, সেই সময় ভাঙচুর তৃণমূল করেছিল কি না, তাঁর জানা নেই। তবে দুষ্কৃতীরা করেছিল।

শুভেন্দু দলে আসতেই সংঘাত শুরু বিজেপিতে, দিলীপের উপস্থিতিতেই ধুন্ধুমার নব্য-পুরাতনের

English summary
BJP MP Somitra khan may join tmc again, says wife sujata who joined mamata camp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X