চাপে কেন্দ্র! কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশের পথে কেরলের বাম সরকার
দিন যত গড়চ্ছে নয়া কৃষি আইন নিয়ে ততই চাপে পড়ছে কেন্দ্র সরকার। এদিকে ইতিমধ্যেই দিল্লি সীমান্তের কৃষক আন্দোলন একমাসের দোরগোড়ায় পৌঁছে গেলেও এখনও কৃষকদের দাবি মানতে নমারাজ কেন্দ্র। এদিকে নয়া কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনের রাস্তা থেকে কোনোভাবেই সরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরাও। এমতাবস্থায় এবার কেন্দ্রকে আরও চাপে ফেলতে চলেছে কেরল সরকার।

সূত্রের খবর, কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে এবার নয়া কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ হতে চলেছে কেরল বিধানসভায়। ইতিমধ্যেই শুধুমাত্র এই ইস্যুকে সামনে রেখে কেরল বিধানসভায় আগামী ২৩ ডিসেম্বর একটি বিশেষ অধিবেশনও ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে। ওই দিনই ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ হতে পারে বলে খবর। যা নিয়ে সরগরম কেরলের রাজ্য-রাজনীতি।
এদিকে কৃষি আইনকে সামনে রেখে বিশেষ অধিবেশনের জন্য আজই রাজ্যপাল আরিফ মহম্মদের কাছে আবেদন করতে চলেছে কেরল সরকার। এদিন মন্ত্রীসভার একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন কেরলের মুখমন্ত্রী পিনরাই বিজয়ন ও বিরোধী দলনেতা রমেশ চেন্নিথলা। ফলস্বরূপ প্রস্তাব পাশ করাতে সরকারকে বিশেষ বিরোধিতার মুখে পড়তে হবে না বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

রাজ্যে মোদী প্রকল্পের প্রয়োগ চান মমতা! ফের চিঠি লিখে 'শর্ত' আরোপ