কলকাতা: একুশের ভোটের আগে একের পর এক চমকে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলকে সরিয়ে বাংলা দখলে তৎপর গেরুয়া শিবির। পদ্ম শিবিরে সম্প্রতি বাড়তি অক্সিজেন জুগিয়েছে শুভেন্দুর দলে অন্তর্ভুক্তি। এই আবহেই সোমবার সকালে বিস্ফোরক টুইট তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের। একুশের ভোটে রাজ্যে বিজেপির আসন সংখ্যা দু’অঙ্ক পেরোলে কাজ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পিকে।

বিজেপিকে খোলা চ্যালেঞ্জ তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের। এমনিতেই রাজ্যের শাসকদলের একের পর এক নেতা-মন্ত্রী ‘বেসুরো’ গাইতে শুরু করেছেন। অনেকেই দল পরিচালনায় পিকে-র হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন।

প্রশান্ত কিশোরের পরামর্শে দলের কাজ পরিচালনায় আদতে ক্ষতিই হচ্ছে বলে মনে করছেন তৃণমূলের বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা। ইতিমধ্যে সংবাদমাধ্যমে তা নিয়ে মন্তব্য করতেও দেখা গিয়েছে কয়েকজনকে। যদিও এখনও প্রশান্ত কিশোরের ‘ক্ষুরধার’ মস্তিষ্কেই ভরসা রাখতে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁর স্ট্র্যাটেজিতেই একুশের লড়াইয়ে পুরোদমে প্রস্তুত ঘাসফুল-শিবির।

এদিকে, বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যে শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। তৃণমূলের একদা অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী শাসকদলের হাফ-ডজন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দিয়েছেন বামেদের দুই ও এক কংগ্রেস বিধায়ক।

বিধানসভা ভোটের আগে এরাজ্যে দলের শক্তি-বৃদ্ধিতে বেশ খুশি মোদী-শাহরা। শুভেন্দুকে যেমন শাহ নিজের ছোট ভাইয়ের জায়গা দিয়েছেন, তেমনি শুভেন্দুও দল বদলে অমিত শাহকে বড় দাদার আসনে বসিয়েছেন।

অমিত শাহের দু’দিনের বঙ্গ-সফরে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্য বিজেপি। শনিবার মেদিনীপুরের পর রবিবার বোলপুরে গিয়েছিলেন শাহ। শান্তিনিকেতন ঘুরে দেখার পর তাঁর রোড-শো রীতিমতো চাঙ্গা করেছে রাজ্য বিজেপিকে।

উপচে পরা ভিড় দেখে বাঁধনছাড়া উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। অমিত শাহ নিজেও রোড-শো-এ মাইক হাতে বলেন, ‘‘বিভিন্ন রাজ্যে বহু রোড-শো করেছি, বোলপুরের মতো রোড-শো-এ আগে অংশ নিইনি।’’ তৃণমূলকে একুশের বিধানসভা ভোটে উৎখাতের ডাক দিয়েছেন বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা।

অমিত শাহ রাজ্য থেকে ফেরার পরেই সোমবার সকালে বিস্ফোরক টুইট তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের। বিজেপিকে আসন্ন বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের আসন পেরোতে যথেষ্ট কষ্ট করতে হবে বলে এদিন টুইটে লিখেছেন পিকে।

প্রশান্ত কিশোর এদিন টুইট করে লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে দুই অঙ্কের আসন সংখ্যা অতিক্রম করতেই যথেষ্ট লড়াই করতে হবে। দয়া করে এই টুইটটি সংরক্ষণ করুন। বিজেপি আরও ভালো কিছু করতে পারলে আমাকে অবশ্যই এই স্থানটি ছেড়ে দিতে হবে!’’

এদিকে, পিকে-র এই টুইট নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। অনেকেই বলছেন, অমিত শাহ রাজ্য ঘুরে যাওয়ার পর তৃণমূলের ভোটকুশলীর এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।