ম্যাঞ্চেস্টার: প্রিমিয়র লিগে নবাগত লিডস ইউনাইটেডকে গোলের মালা পরিয়ে খেতাবের লড়াইয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ ঘরের মাঠে প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে হারিয়ে পয়েন্ট টেবলে তিন নম্বরে উঠে এল রেড ডেভিলস৷
লিডস ইউনাইটেডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে ম্যান ইউ ম্যানেজারের হুঙ্কার, ‘আমি লোকেদের বলতে শুনেছি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেতাব দৌড়ের থেকে অনেক দূরে৷ কিন্তু পয়েন্ট টেবল অন্য কথা বলছে৷’ এক নম্বরে থাকা লিভালপুরের থেকে এক ম্যাচ কম খেলে মাত্র ৪ পয়েন্টে পিছিয়ে ম্যান ইউ৷
ম্যাচের প্রথম তিন মিনিটেই দু’ গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ৷ তবে ম্যাচের বাকি সময়েও দাপ দেখালেন রেড ডেভিলস ফুটবলাররা। ওল্ড ট্র্যাফোর্ডে শেষ পর্যন্ত লিডস ইউনাইটেড-কে ৬-২ গোলে হারায় ওলে গুনারের দল। জোড়া গোল করেন স্কট ম্যাকটমিনে ও ব্রুনো ফার্নান্ডেজ। একটি গোল করেন করেন ভিক্টর লিনদেলোভ ও ড্যানিয়েল জেমস। ১৬ বছর পর প্রিমিয়র লিগে ফেরা লিডসের দুই গোলদাতা হলেন লিয়াম কুপার, স্টুয়ার্ট ডালাস।
আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ জাগান ম্যাচে দুই দল মিলে গোলের উদেশ্যে মোট ৪৩টি শট নেয়৷ যার মধ্যে ১৭টি লক্ষ্যে স্থির থাকে৷ ২৬ শট নেন ম্যান ইউ ফুটবলাররা৷ এর মধ্যে লক্ষ্যে স্থির থাকে ১৪টি-তে। স্বাভাবিকভাবে ম্যাচে হল ৮টি গোল৷ ১৯৯২ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম মার্সেলো বিয়েলসার কোচিংয়ে কোনও ক্লাব দল ম্যাচে ৬ গোল হজম করল। সেবার কোপা লিবের্তোদোরেসে সান লরেঞ্জোর বিপক্ষে তাঁর দল নিওয়েলস ওল্ড বয়েজ হেরেছিল ৬-০ গোলে।
ম্যান ইউ ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা করেছিল স্বপ্নের মতো। মাত্র ৬৭ সেকেন্ডেই গোলের দেখা পায় রেড ডেভিলস৷। ফার্নান্ডেজের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ম্যাকটমিনে৷ এর পরের মিনিটে অঁতনি মার্সিয়াল বল বাড়ান বল এই স্কট মিডফিল্ডারকে৷ ডি-বক্সে পেয়ে বাঁ-পায়ের শটে ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাকটমিনে৷
এরই সঙ্গে নজির গড়েন এই স্কট ফুটবলার৷ প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনও ম্যাচের প্রথম তিন মিনিটে জোড়া গোল করেন ম্যাকটমিনে। লিগে তাঁর আগের ৬৮ ম্যাচে গোল ছিল মাত্র ৬টি। ১৯ মিনিটে লিডসের প্যাট্রিক ব্যামফোর্ড বল জালে পাঠালেও অফ-সাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। পরের মিনিটেই ম্যাচের স্কোরলাইন ৩-০ করেন ফার্নান্ডেজ। ডি-বক্সে মার্সিয়ালের শট ব্লকড করে ডান পায়ের শটে বল জালে পাঠান পতুগিজ মিডফিল্ডার।
প্রধমার্ধের আগেও আরও গোল করেন ম্যান ইউ ফুটবলাররা৷ ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান লিনদেলোভ। কর্নারে মার্সিয়ালের হেড দেওয়া বল সহজেই গোলটি করেন এই সুইডিশ ডিফেন্ডার। তবে বিরতির আগে লিগে নিজের প্রথম গোল করে ব্যবধান কমান কুপার।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন জেমস। ম্যাকটমিনের পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিকে জালে বল পাঠান তিনি৷ একটু পরে স্পট-কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন স্কোরলাইন ৬-১ করেন ফার্নান্ডেজ৷ তবে ৭৩ মিনিটে দারুণ গোলে ব্যবধান কমান ডালাস।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.