নয়াদিল্লি: এবারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল lic হাউজিং ফাইনান্স। জানা গিয়েছে ২০ টি পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত it প্রোফেশানাল পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১.১২.২০২০। প্রার্থীদের দ্রুত আবেদন করতে জানানো হয়েছে।
management trainee পদের জন্য রয়েছে ৯ টি শূন্য পদ। প্রার্থীদের mca, be/ btech / bsc করতে হবে কম্পিউটার সাইন্স নিয়ে অথবা আইটি নিয়ে। প্রার্থীদের কমপক্ষে ৬০ শতাংশ নম্বর রাখতে হবে। প্রার্থীদের এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বেতন ২৫ হাজার মাসিক হবে বলে জানানো হয়েছে। এছাড়া assistant manager পদের জন্য রয়েছে ১১ টি শূন্য পদ।
যার মধ্যে information security engineer 1, web developer 4, database developer 2 database administratior engineer 1 mobile app developer 2, web content 1 টি পদ রয়েছে। প্রার্থীদের এই পদের জন্য mca, be/ btech / bsc করতে হবে কম্পিউটার সাইন্স ব আইটি নিয়ে।
এছাড়া প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর রাখতে হবে। প্রার্থীদের ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতন ৯০০০ থেকে ১০০০০ এর মধ্যে হবে। প্রার্থীদের অনলাইনে পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। বিস্তারিত জানার জন্য www.lichousing.com এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.