• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নববর্ষের আগেই সুখবর স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের! জানুয়ারিতেই শুরু হচ্ছে করোনা টিকাকরণ

  • |

আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশে ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে শুরু হয়ে গিয়েছে করোনা টিকাকরণ। এবার একই পথে হাঁটতে চলেছে ভারত। এদিকে বছর শেষের আগে হাতে মেরে কেটে বাকি ১০ দিনেরও কম সময়। এমতাবস্থায় করোনা আতঙ্কের মাঝেই দেশবাসীকে নতুন সুখবর শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর দাবি বছর ঘুরতেই জানুয়ারির যে কোনও সময় শুরু হয়েছে যেতে পারে করোনা টিকাকরণ।

নববর্ষের আগেই সুখবর স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের! জানুয়ারিতেই শুরু হচ্ছে করোনা টিকাকরণ

এদিকে স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই সংকেত মেলার পরই নতুন করে আশায় বুক বাঁধছেন দেশবাসী। পাশাপাশি কেন্দ্রের এই নববর্ষের উপহারে স্বভাবতই উচ্ছ্বসিত দেশের স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে দেশের প্রায় ৩০ কোটি মানুষকে করোনাভাইরাস টিকা প্রদান করা হবে বলেও ইতিমধ্যেই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। অন্যদিকে অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, পুলিশ-সাফাইকর্মী প্রথমসারির করোনা যোদ্ধা, প্রবীণরা করোনা টিকা পাবেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

এই প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, “ আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। জানুয়ারির যে কোনও সপ্তাহেই টিকাকরণ শুরু বিষয়ে আমরা প্রস্তুত। ” বাজারে করোনার টিকার আনার জন্য ইতিমধ্যেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-র কাছে জরুরিভিত্তিতে টিকার ছা়ড়পত্র দেওয়ার জন্য আবেদন করেছে একাধিক সংস্থা। তালিকায় রয়েছে ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট এবং ফাইজারের মতো সংস্থা। যদিও ব্রিটেন আমেরিকায় টিকাকরণ শুরুর পর অনেক মানুষের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে ভারতও যে এই সমস্যার সম্মুখীন হতে পারে সে কথা মানছেন সকলেই।

উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, তাপমাত্রার পারদ পতনে নতুন বিপদের আশঙ্কা

English summary
health minister harsh vardhan said that corona vaccination will start in india in january
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X