• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাড়ির সামনে জঞ্জাল রেখে দিয়ে গেল পুরকর্মী, মানসিক আঘাতে মৃত্যু তেলঙ্গানার ৫৮ বছরের মহিলার

পুরসভা কর্তৃপক্ষ তাঁর বাড়ির সামনে জঞ্জাল ফেলে রেখে যায়। যার জেরে অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়েন তেলঙ্গানার নারায়াণখেড় জেলার ৫৮ বছরের মহিলা এবং মানসিক আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।

বাড়ির সামনে জঞ্জাল রেখে দিয়ে গেল পুরকর্মী, মানসিক আঘাতে মৃত্যু তেলঙ্গানার ৫৮ বছরের মহিলার

জানা গিয়েছে, বাড়ির করের টাকা দিতে না পারায় ৫৮ বছরের ভুমাব্বার বাড়ির সামনে গত ১৫ ডিসেম্বর ময়লা ফেলে দিয়ে যায় নারায়ণখেড় পুরসভার আধিকারিকেরা। ভুমাব্বার পরিবারের দাবি, তাঁর বাড়ির সামনে এভাবে ময়লা ফেলে দেওয়ার কারণে তিনি গভীরভাবে মনমরা হয়ে ছিলেন এবং অপমানিত বোধ করছিলেন। শনিবার থেকেই ভুমাব্বার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং তাঁর পরিবার তাঁকে সংগররেড্ডির হাসপাতালে দ্রুত নিয়ে যায়। রবিবার সকালে মৃত্যু হয় তাঁর।

পরিবারের সদস্যরা পুরসভার কর্মীদের এই মৃত্যুর জন্য দায়ি করেন এবং অভিযোগ করে জানান যে ভুমাব্বার মৃত্যু হয়েছে অপমানিত হওয়ার জন্য এবং তাঁকে পুরসভা কর্তৃপক্ষের চরম পদক্ষেপের মুখোমুখি হতে হয়েছিল। জানা গিয়েছে, পুরসভার পক্ষ থেকে ভুমাব্বার বাড়ির সামনে ১৫ ডিসেম্বর জঞ্জাল ফেলা হয় এবং তা ১৭ ডিসেম্বর সরিয়ে ফেলে পুরসভা। ভুমাব্বার পরিবারের দাবি, ১৫ ডিসেম্বরের ঘটনায় তিনি মারাত্মকভাবে মানসিক আঘাত পান এবং এরপরই তাঁর শরীর ভাঙতে শুরু করে। রবিবার তাঁর মৃত্যু হয়।

যদিও পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও অভিযোগ পায়নি। বরং পুলিশ জানায় যে ওই মহিলার হাঁপানির সমস্যার সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত আরও ইস্যু ছিল।

দু'শো আসন দুরস্ত, বাংলায় বিজেপি দুই অঙ্ক পেরোতে পারবে না, চ্যালেঞ্জ পিকের

English summary
58 year woman died of shock after civic body dump garbage in front her house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X