• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের দিলীপের

  • By অভীক
  • |

প্রকাশ্য সভায় মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে 'গুন্ডা', 'মাফিয়া' বলে আক্রমণ করায় এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন দিলীপ ঘোষ।

অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের দিলীপের

দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষ জানান, প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে সাঁতরাগাছির মতো একটি জায়গায় তার মক্কেল দিলীপ ঘোষ সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় 'গুন্ডা', 'মাফিয়া' বলে অপমানজনক ও মানহানিকর বক্তব্য রাখায় তাকে তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু কুড়ি দিন পেরিয়ে গেলেও অভিষেক তাঁর সিদ্ধান্তে ও অবস্থানে অনড়। কোনও রকম ক্ষমা চাননি। তাই তার বিরুদ্ধে দিলীপ বাবুর আইনানুগ ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান আইনজীবী পার্থ ঘোষ।

প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত গত ২৯ নভেম্বর রবিবার। 'ভাইপো' বলে আক্রমণের জবাবে সাতগাছিয়ার প্রকাশ্য সভা থেকে গেরুয়া শিবিরকে তৃণমূলের যুবরাজ অভিষেকের চ্যালেঞ্জ, 'ভাইপো বলে বারবার টার্গেট করা হয়েছে। ভাববাচ্যে কথা বলে লাভ নেই। এই তো আমি সরাসরি নাম নিয়ে বলছি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ 'গুন্ডা', 'মাফিয়া'। নাম করেই বলছি, কৈলাস বিজয়বর্গীয় 'বহিরাগত'। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক, মামলা করে দেখাক।'এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আইনি নোটিশ পাঠান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতাঃ বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সাথে দেখা করলেন শুভেন্দু, ইস্তফা গ্রহন স্পিকারের

গড়ের মাঠ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টের

English summary
Dilip Ghosh lodges defamation case against Abhishek Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X