টিকারকরণ ঘিরে বাড়ছে আতঙ্ক! মারাত্মক প্রভাব দেখা দিলে দ্বিতীয় ডোজ এড়ানোর নির্দেশ মার্কিন প্রশাসনের
ব্রিটেন ও বাহরিনের পাশাপাশি ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসনও। ছাড়পত্র পেয়েছে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার প্রতিষেধক। যদিও তারপরেও কাটছে না জটিলতা। যা নিয়ে রীতিমতো চিন্তায় মার্কিন স্বাস্থ্যবিদেরা।

টিকাকরণের নিয়মে বড়সড় রদবদল
সূত্রের, টিকাকরণের পর থেকেই বেশ কিছু মানুষের দেহে তীব্র পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায় বলে জানা যায়। যার জেরে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা মার্কিন মুলুকেই। এমতাবস্থায় ছাড়পত্র দিলেও সাম্প্রতিক কিছু ঘটনার জেরে পুনরায় টিকাকরণের নিয়মবিধির বদল ঘটাতে বাধ্য হল মার্কিন প্রশাসন। সূত্রের খবর, প্রথম ডোজ নেওয়ার পর অ্যালার্জির মত সমস্যা প্রবলভাবে মাথাচাড়া দিলে দ্বিতীয় ডোজ না নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছে মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি)।

কী বলছে মার্কিন স্বাস্থ্য মন্ত্রক ?
মার্কিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ফাইজার-বায়োএনটেক ও মডার্না ভ্যাকসিনকে জরুরীভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিলেও যাঁদের অ্যালার্জির মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে, তাঁদের প্রতিষেধক নেওয়ার পর নজরদারির আওতায় থাকা উচিত। আধিকারিকদের মতে, ভ্যাকসিনের যে উপাদানগুলি থেকে অ্যালার্জির সমস্যা আসতে পারে, সেগুলি খতিয়ে দেখা উচিত।

পাঁচরকমের অ্যালার্জির উপসর্গ খতিয়ে দেখার নির্দেশ
মার্কিন চিকিৎসকমহলের মতে, ফাইজার ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে পাঁচরকমের অ্যালার্জিকে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মডার্নাও যে প্রতিষেধক প্রয়োগের জন্য প্ৰস্তুত, তা বলাই বাহুল্য। সূত্রের খবর, ১১ই ডিসেম্বর ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করেছে মডার্না। শনিবার থেকে দেশের ৩,৭০০ টি সাইটে মডার্না ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু হয়েছে, যা শেষ করে সোমবারের মধ্যেই প্রথম ডোজ প্রয়োগের লক্ষ্যে এগোচ্ছে সরকার।

আমেরিকার পাশাপাশি টিকাকরণের লক্ষ্যে এগোচ্ছে প্রতিদ্বন্দ্বী চিনও
আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি দেশের মানুষকে করোনা মুক্ত করার লক্ষ্যে এগোচ্ছে শি-জিনপিংয়ের সরকারও। আমেরিকায় ফাইজার-বায়োএনটেকের ছাড়পত্রের পাশাপাশি বিশ্বজুড়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার পাশাপাশি রাশিয়ার স্পুটনিক-ভি-ও ট্রায়ালের জন্য দরখাস্ত করেছে চিন সরকারের কাছে। সূত্রের খবর, জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় আগামী শীত ও বসন্তের মধ্যেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে চিন সরকার।

প্রথম কাদের দেওয়া হবে ভ্যাকসিন?
টিকারণের বিষয়ে ধোয়াঁশা কাটাতে শনিবারই নতুন বার্তা দিতে দেখা যায় চিনের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সহ-পরিচালনা অধিকর্তা জেন ইয়েকসিনকে। হিমঘরের কর্মচারী, বন্দর ও অন্যান্য পরিবহনের আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের মত অসুরক্ষিত নাগরিকদের সর্বপ্রথম টিকা দেওয়া হবে। মার্কিন প্রশাসনের তরফেও একই বার্তা দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। যদিও দ্বিতীয় ডোজের পর করোনার গোষ্ঠী সংক্রমণ কতটা দূর করা যায় এখন এটাই দেখার।
আমাদের জন্য কোনও সহানুভূতি নেই, কেন্দ্রের খোলা চিঠির কড়কড়ে জবাব এল কৃষকদের কাছ থেকে