মোদীর 'সারপ্রাইজ ভিসিট' এ তৎপরতা দিল্লির গুরুদোয়ারায়! রাজ্যে অমিত শাহের চমকের পর রাজধানীতে কী ঘটল
দিল্লি সীমান্তে কার্যত হাজার হাজার কৃষকরা মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কৃষি আইন নিয়ে। এমন এক পরিস্থিতিতে দেখা যাচ্ছে মূলত, হরিয়ানা, পাঞ্জাব থেকে কৃষকরা প্রতিবাদে সামিল হয়েছেন। এমন এক পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এদিন সকালে দিল্লির এক গুরুয়োদারায় আচমকা পৌঁছে যান।

মোদী ও গুরুদোয়ারা
দিল্লির গুরু তেগবাহাদুর গুরুদোয়ারায় এদিন সকালে পৌঁছে যান মোদী। প্রধানমন্ত্রীর বেশভূষায় এদিন ছিল গেরুয়া রঙ। গুরুদোয়ারা প্রবেশের যাবতীয় নিয়ম মেনেই এদিন মোদী সেখানে গিয়ে নিজের শ্রদ্ধা অর্পণ করেন। সকাল সকাল স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর গুরুদোয়ারা প্রবেশের খবরে রীতিমতো তৎপরতা দেখা যায় গুরুদোয়ারাতে।

কৃষক আন্দোলন ও মোদী
প্রসঙ্গত, দিল্লি সীমান্তে ডিসেম্বরের ঠান্ডায় কার্যত এক মাস সম্পূর্ণ হওয়ার পথে কৃষকদের আন্দোলন। এমন এক পরিস্থিতিতে ক্রমাগত পাঞ্জাব তেকে মোদী বিরোধিতা জাগ্রত হতে শুরু করেছে। দেশের বাইরেও বহু শিখসম্প্রদায়ের মানুষ মোদী বিরোধিতায় সংযুক্ত হন । এরপরই মোদীর এই পদক্ষেপে রীতিমতো তোলপাড় দিল্লি।

রাজ্যে অমিত চমক, দিল্লিতে মোদী
রাজ্যে গতকালই তৃণমূলে ভাঙন ধরিয়ে একাধিক তাবড় হেভিওয়েটকে দলে স্বাগত জানায় বিজেপি। অমিত শাহের সভা ধরেই এই বিস্ফোরক চমক দিয়েছে গেরুয়া শিবির। সেই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই রাজধানীর বুকে মোদীর এই গুরুদোয়ারা প্রবেশ ঘিরে রীতিমতো পারদ চড়েছে।

মোদীর টুইট
এদিন দিল্লির তেগবাহাদুর গুরুদোয়ারায় মোদী প্রার্থনা জানানোর পর গোটা ঘটনা টুইট করেন। জানান গুরু তেগবাহাদুরের শহিদি দিবসে তিনি এই গুরুদোয়ারায় গিয়েছিলেন। এদিন মোদী নিজের টুইটে পাঞ্জাবী ভাষাতে তাঁর এই প্রার্থনার কর্মসূচির কথা জানান।