• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শামি ছিটকে যাওয়ায়, কালকের বিমানেই অজিভূমে উড়ে যাক এই পেসার, পরামর্শ গাভাসকরের

  • |

অ্যাডিলেডে টেস্টে অজি পেসার কামিন্সের বিষাক্ত বাউন্সারের আঘাতে কব্জির হাড়ে চিড়। যেকারণে অজিভূমে সিরিজে বাকি ৩ টেস্ট থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি। শনিবারই তার স্ক্যানের রিপোর্ট হাতে এসেছে। সেখানেই কব্জির হাড়ে চিড় ধরা পড়ে।

ভারতীয় বোলিংয়ে বড় ধাক্কা

ভারতীয় বোলিংয়ে বড় ধাক্কা

অস্ট্রেলিয়া সফরে এবছর নেই ইশান্ত শর্মা। চোট থেকে সেরে উঠলেও ডনের দেশে পৌঁছে ১৪ দিন হার্ড কোয়েরন্টাইনে থাকতে হবে। এরপর প্রস্তুতির কোনও সুযোগ না পেতেই সেক্ষেত্রে ইশান্তকে তৃতীয় টেস্টে মাঠে নামিয়ে দিতে হত। গতবার চোট সারিয়ে ওঠা ইশান্তকে নিয়ে তড়িঘড়ি করে নিউজিল্যান্ড সফরে খেলিয়ে চাপে পড়তে হয়েছিল। এবার সেই ঝুঁকি নিতে চাইনি বিসিসিআই। যেকারণে এবছর অজিভূমে টেস্টে ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসার ইশান্ত নেই। এরপর শামির ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় বোলিং অনেকটাই দুর্বল হয়ে পড়ল।

কিংবদন্তি গাভাসকরের পরামর্শ

কিংবদন্তি গাভাসকরের পরামর্শ

শামির ছিটকে যাওয়ার পর ভারতীয় বোলিংয়ে শক্তি ফিরিয়ে আনতে, বোর্ডকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি এই ক্রিকেটার জানিয়েছেন, 'ইশান্ত শর্মা যদি পুরোপুরি ফিট হয়। তবে তাঁকে বোর্ডের এখনই অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।'

গাভাসকর কী বললেন

গাভাসকর কী বললেন

গাভাসকর এই নিয়ে আরও বলেছেন, 'ইশান্ত দিনে ২০ ওভার বল করার মতো ক্ষমতায় থাকলে, কালকের বিমানেই অবিলম্বে ইশান্তকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া উচিত। যাতে সিডনিতে তৃতীয় টেস্টের জন্য ইশান্ত মাঠে নামার বিষয়ে তৈরি হতে পারে।'

ইশান্তের চোট

ইশান্তের চোট

প্রসঙ্গত দিল্লি ক্যাপিটালস দলের হয়ে মরুশহরে আইপিএল খেলতে গিয়ে এক ম্যাচের পরই প্রস্তুতিতে ইশান্ত পাঁজরের পাশের পেশিতে চোট পান। পরে বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব করে তিনি সুস্থ হয়েছেন বলে বোর্ডের মেডিকেল দল সূত্রে জানানো হয়েছে।

দ্বিতীয় বিকল্প কী

দ্বিতীয় বিকল্প কী

গাভাসকর দ্বিতীয় বিকল্প হিসেবে ভারতীয় পেসার নভদীপ সাইনির নাম জানিয়েছেন। প্রস্তুতি ম্যাচে অজিদের বিরুদ্ধে সাইনি খেলেছিলেন। এই নিয়ে গাভাসকর বলেন, 'সামনেই মোলবোর্ন টেস্ট। ভারতের সামনে এখন যেহেতু কোনও বিকল্প নেই। সিরিজে পিছিয়ে পরা অবস্থায় ভারতকে এখন বাউন্স ব্যক করতে হবে। এক্ষেত্রে ভারতের সামনে সাইনিকে ব্যবহার করার বিকল্প রয়েছে।'

ভারত বনাম অস্ট্রেলিয়া: কামিন্সের বিষাক্ত বাউন্সারের আঘাত, সিরিজ থেকে ছিটকে গেলেন শামি

English summary
India vs Australia: Legend Sunil Gavaskar Suggests Ishant Sharma as Injured Mohammad Shami’s Replacement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X