• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

২০২০ র শেষে শনি-বৃহস্পতির যুগলবন্দি! বিরল মহাজাগতিক ঘটনা কবে ঘটছে জানুন

২০২০ সালের শেষ লগ্নে এসে আরও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। যে ঘটনা শেষবার গ্যালিলিওর জীবনকালে দেখেছিল গোটা দেশ। বৃহস্পতি ও শনি খুব কাছাকাছি আসতে চলেছে শিগগিরিই। একনজরে দেখা যাক সেই পরিস্থিতি কবে তৈরি হবে?

 ১৬২৩ সালে শেষবার ঘটেছিল..

১৬২৩ সালে শেষবার ঘটেছিল..

শেষবার ১৬২৩ সালে দুই গ্রহকে খুব কাছাকাছি দেখা গিয়েছিল। তবে তা ঘটেছিল আকাশের সূর্য যেদিকে রয়েছে সেদিকে থেকে। এমন এক পরিস্থিতিতে ২০২০ সালের শেষে বৃহস্পতি ও শনির খুব কাছাকাছি আসার ঘটনা দেখা যাবে।

 কবে দেখা যাবে বিরল ঘটনা?

কবে দেখা যাবে বিরল ঘটনা?

বলা হচ্ছে শনি ও বৃহস্পতির এই কাছাকাছি আসা প্রায় ৩৯৭ বছর পর দেখা যাবে। ২১ ডিসেম্বর অর্থাৎ বছরের সব থেকে ছোটদিনে এমন বিরল ঘটনা দেখা যাবে। সোমবার রাতে এই ছবি দেখা যাবে আকাশে।

 কোন বিশেষ দৃশ্য!

কোন বিশেষ দৃশ্য!

জানা গিয়েছে সোমবার যে বিরল দৃশ্য দেখা যাবে তাতে জানা যাচ্ছে, ০. ১ ডিগ্রির দূরত্বে দুটি গ্রহ থাকবে। বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ তাঁর জীবনকালে একবারই দেখতে পারেন এই বিরল দৃশ্য।

 কেন ১৬২৩ সালের জুলাই মাসে শেষবার কী ঘটেছিল?

কেন ১৬২৩ সালের জুলাই মাসে শেষবার কী ঘটেছিল?

মূলত ১৬ ২৩ সালের জুলাই মাসে শেষবার যে বিরল মহাজাগতিক ঘটনা ঘটে ছিল এই দুই গ্রহকে ঘিরে , তা দেখা যায়নি, কারণ সেটি সূর্যের উপস্থিতিতে ঘটেছে। তারপর এবার রাতের আকাশে এমন ঘটনা ভারত থেকে দেখা যেতে পারে বলে খবর ।

উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে দাঁড়াবে অসমগামী ৪ টি স্পেশ্যাল ট্রেন! রেলের সূচি একনজরে

English summary
Conjunction of Saturn and Jupiter date and time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X