• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনা থাবার মাঝে সিডনিতেই কি তৃতীয় টেস্ট, নাকি ভেন্যু পরিবর্তন, আপডেট জেনে নিন

  • |

বছর শেষেও করোনা থেকে মুক্তি নেই। ডনের দেশে সিডনিতে নতুন করে করোনা সংক্রমণের খবর উঠে এসেছে। নতুন বছরে এই সিডনিতেই ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। করোনা পরিস্থিতির মাঝেই সিডনিতেই কি তৃতীয় টেস্ট আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া, নাকি ভেন্যুতে পরিবর্তন, সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

সিডনিতে তৃতীয় টেস্ট কবে

সিডনিতে তৃতীয় টেস্ট কবে

ইতিমধ্যে অ্যাডিলেডে প্রথম টেস্ট হেরে ভারত ০-১ পিছিয়ে পরেছে ভারত। সামনে এবার ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট। এরপরই অজিভূমে ৭ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত।

সিডনি নতুন করে করোনা সংক্রমণ

সিডনি নতুন করে করোনা সংক্রমণ

জানা গিয়েছে, সিডনির উত্তরের সমুদ্র সৈকত সংলগ্ন অঞ্চলে নতুন করে ৭০টি করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। যারপর সেদেশের সরকার এই নিয়ে আরও সতর্ক। জানা গিয়েছে, সামাজিক দূরত্ব মেনে চলা নিয়ে নতুন করে সচেতন হতে বলা হয়েছে। সেই সঙ্গে অন্য রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বর্ডার অঞ্চলে এখন যাতায়াত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া কী বলছে

ক্রিকেট অস্ট্রেলিয়া কী বলছে

নতুন করে কোভিডের সংক্রমণে খবর উঠে এলেও নির্ধারিত সূচি মেনে জানুয়ারিতে ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সিডনিতেই ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী। রবিবার অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের থেকে আরও জানানো হয়, সূচি পরিবর্তন নিয়ে কোনও পরিকল্পনা নেই। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

বিকল্প কোন পথ খোলা রয়েছে

বিকল্প কোন পথ খোলা রয়েছে

এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও, বিকল্প রাস্তা রয়েছে। সিরিজে শেষ টেস্টেটি ব্রিসবেনের গাব্বায় খেলা হবে। সেক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হলে শেষ মুহূর্তে তৃতীয় টেস্টটিও ব্রিসবেনে করতে পারে অস্ট্রেলিয়া।

শামি ছিটকে যাওয়ায়, কালকের বিমানেই অজিভূমে উড়ে যাক এই পেসার, পরামর্শ গাভাসকরের

English summary
AUS vs IND test: Sydney remains preferred venue for third Test says Cricket australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X