শুভেন্দুর শাহী দলবদলের পর তৃণমূলের পাল্টা সভায় শিশিররা কি থাকছেন! দিব্যেন্দু আগেই জানালেন অবস্থান
মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার সময় অবশ্য শুভ্রাংশু তৎক্ষণাৎ শিবির বদল করেননি। মুকুল নিজেও বলেছিলেন, শুভ্রাংশু নিজের পথ বেছে নেবেন। এমন অবস্থায় ২০১৯ লোকসভায় তৃণমূলের থেকে লড়াই করেন শুভ্রাংশু। একবার দেখা যায় মমতাকে তিনি পায়ে হাত দিয়ে প্রণামও করছেন। এরপর মেগা দলবদলে মুকুলপুত্র চলে যান বিজেপিতে। অধিকারী পরিবারেও সেই ছবি দেখা যাবে কী না , তা নিয়ে জল্পনা তুঙ্গে। এমন এক পরিস্থিতিতে মুখ খুললেন দিব্যেন্দু অধিকারী।

অধিকারীগড়ে অমিত শাহের পাল্টা তৃণমূল
১৯ ডিসেম্বরের মেগা সভায় পর পর বিধায়ক থেকে নেতা, মন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ওই মঞ্চ থেকে আওয়াজ ওঠে 'ভাইপো হঠাও'এর। এবার সেই মেদিনীপুরের বুকে অমিত শাহের সভার পাল্টা মেগা সভা করতে চলেছে তৃণমূল। এবার নেতৃত্বে ফিরহাদ ও সৌগত। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে অধিকারীপরিবারকে নিয়ে। আগেরবার মমতার সভায় পায়ে ব্যথার জন্য শিশির অধিকারী উপস্থিত থাকতে পারেননি। দিব্যেন্দুর ফ্লাইট দিল্লি থেকে দেরিতে ছাড়ায় তিনি উপস্থিত থাকতে পারেননি। এরপর বুধবার কাঁথিতে তৃণমূলের সভায় কী ঘটে সেদিকে তাকিয়ে বাংলা।

'পাগলা ষাঁড় হয়ে যাইনি'
বিজেপিতে দিব্যন্দুর যোগদানের সম্ভাবনা রয়েছে কী না, তা নিয়ে প্রশ্ন উঠতেই, দিব্যেন্দুর বক্তব্য ' এটি অমূলক প্রশ্ন। আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি। আমার অবস্থান স্পষ্ট।' তিনি সাফ জানান শুভেন্দু যা করেছেন তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে দিব্যেন্দু তৃণমূলের সঙ্গে রয়েছেন ও থাকবেন।

অধিকারীগড় কার? প্রমাণ হতে চলেছে..
অধিকারীগড় এখন কার? শিশির-দিব্যেন্দুর দাপটেই এই গড় থাকবে , নাকি শুভেন্দুর জনপ্রিয়তা তাঁর পরিবারের বাকিদের ছাপিয়ে যাচ্ছে? এই প্রশ্নে এখন মশগুল বাংলার রাজনীতি। কলকাতা থেকে ১২৮ কিলোমিটার দূরে যখন বাংলার রাজনীতির সবচেয়ে বড় দলবদল (এখনও পর্যন্ত) সম্পন্ন হয়এছে, তখন অধিকারীগড়ের দাপট নিয়েও কৌতূহল থেকে যাচ্ছে মানুষের মধ্যে। শনিবারের অমিত শাহের সভায় প্রচুর মানুষের যোগদানের পর কাঁথির সভায় তৃণমূলের অনুষ্ঠানে ভিড় কতটা হয় সেদিকে, যেমন নজর রয়েছে সকলের। তেমনই অধিকারী পরিবারের বাকি ২ জনের দিকে ফোকাস বাড়ছে রাজনৈতিক মহলের।

ভাঙচুর নিয়ে দিব্যেন্দুর বার্তা
এদিকে হলদিয়াতে শুভেন্দুর অফিস ভাঙচুর নিয়ে কাঠগড়ায় তৃণমূল। এমন এক অবস্থায় ভাই দিব্যেন্দু জানান, সেটা দুষ্কৃতীদের কাজ। বিষয়টি স্পিকার ও পুলিশ দুই তরফকেই জানানো হয়েছে।