• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্যান্ট খুলল আরজেডি নেতার, ভাইরাল খাতায় কংগ্রেস মুখপাত্র! এক নজরে ২০২০ সালের বহুল চর্চিত খবর

  • |

নাগরিকত্ব সংশোধনী আইন হোক বা নয়া কৃষি আইনের প্রতিবাদ, ২০২০ সালের শুরু থেকেই একাধিক ইস্যুতে বারংবার গর্জে উঠেছে গোটা ভারত। এদিকে বিনোদনের পাশাপাশি রাজনীতির ময়দানেও গত এক বছরে ভাইরাল হয়েছে একাধিক মজাদার খবর। 'বিতর্কিত’ হোক বা 'কৌতুক’ একাধিক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। খোরাকও হয়েছেন নেটিজেন মহলে।

প্যান্ট খুলে গেল আরজেডি নেতার

প্যান্ট খুলে গেল আরজেডি নেতার

এদিকে চলতি বছরেই সিএএ নিয়ে মোদী বিরোধী জনসভার মাঝে বক্তব্য রাখতে গিয়ে প্যান্ট খুলে পড়তে দেখা যায় বিহারের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নেতা আশফাক করিমের। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ পদেও বহাল রয়েছেন। চলতি বছর বিহারের আরিয়াতে এই ঘটনা ঘটে। যদিও প্যান্ট খুলে গেলেও বক্তব্য রাখতে রাখতেই ফের ছন্দে ফেরেন আশফাক। যদিও মূহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটিজেন মহলে।

 ভাইরাল খাতায় কংগ্রেসের মুখপাত্র

ভাইরাল খাতায় কংগ্রেসের মুখপাত্র

এদিকে কিছুদিন আগেই বিজেপিকে বিঁধতে গিয়ে মুখ ফসকে আলটপকা মন্তব্য করে ফেলতে দেখা যায় কংগ্রেসের মুখপাত্র, অজয় ভার্মাকে। একটি জনপ্রিয় সাংবাদমাধ্যমে আলাপ-আলোচনা চলার মাঝেই তিনি দাবি করে বসেন, " ওদের যদি এতই সাহস তবে ২৫ কোটি ভারতীয় মুসলিমদের জন্য পাকিস্তানের মতো একটি পৃথক রাষ্ট্র তৈরি করে দিক সরকার। তারপর ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করুক। " তাঁর এই মন্তব্যের পর তিনি দলের অভ্যন্তরেই তীব্র সমালোচনার মুখে পড়েন বলে। এমনকী তাঁর এই কথাও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 পালঘরের সন্ন্যাসী মৃত্যু নিয়ে কংগ্রেসকে নিশানা অর্ণবের

পালঘরের সন্ন্যাসী মৃত্যু নিয়ে কংগ্রেসকে নিশানা অর্ণবের

অন্যদিকে কয়েকমাস আগে মহারাষ্ট্রের পালঘরে গণপিটুনিতে সন্ন্যাসী মৃত্যু ঘিরেও উত্তাল হয় রাজ্য-রাজনীতি। তখনই বিতর্কিত তথা বিজেপি ঘনিষ্ঠ সাংবাদিক অর্ণব গোস্বামীর করা একটি মন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিশানা করে তিনি বলেন, " আমর মনে হয় এই ঘটনায় সোনিয়া গান্ধী বেশ খুশিই হয়েছেন। কারণ এই ঘটনার প্রতিবাদে এখনও তাকে একটিও শব্দ খরচ করতে দেখা যায়নি। আমি তো এর পিছনে অন্য গন্ধ পাচ্ছি, কারণ মহারাষ্ট্রে জোট সরকারে আবার এই কংগ্রেসই রয়েছে।"

 ভাইরাল হয় পঙ্গপাল হানার ভিডিও

ভাইরাল হয় পঙ্গপাল হানার ভিডিও

চলতি বছরেই একাধিক ঘটনার পাশাপাশি গোটা দেশের নজর ছিল পঙ্গপালের হানার উপরেও। মধ্য, পশ্চিম এমনকী উত্তরভারতের একটা বড় অংশই এবছরে পঙ্গপালের আক্রমণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বছরেই ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা পারভীন কাসওয়ানের তোলা একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মধ্য প্রদেশের পান্না টাইগার রিজার্ভে তোলা পঙ্গপাল হানার এই ভয়াবহ ছবি দেখেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গোটা দেশ।

করোনা মুক্তির আশায় জিভ কেটে ফেলল ১৬ বছরের কিশোরী

করোনা মুক্তির আশায় জিভ কেটে ফেলল ১৬ বছরের কিশোরী

এদিকে একাধিক চলতি বছরেই একাধিক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরেই খবরের শিরোনামে আসে উত্তরপ্রদেশ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল খবরে দেখা যায় উত্তরপ্রদেশের ব্রাহ্মণদের চাপে নিজের জিভ কেটে ভগবান শিবের কাছে উৎসর্গ করে একটি ১৬ বছরের মেয়ে। করোনা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যেই নাকি সে ওই মানত করে বলেও খবর। যদিও এই ঘটনায় ব্রাহ্মণ সমাজের কুসংস্কার নিয়েও সরব হন অনেকে। এমনকী ওই মেয়েটির বিরুদ্ধে চাপ সৃষ্টিরও অভিযোগ ওঠে।

 সোনিয়-রাহুলকে কটাক্ষ করে ভাইরাল হন সম্বিত পাত্র

সোনিয়-রাহুলকে কটাক্ষ করে ভাইরাল হন সম্বিত পাত্র

এদিকে করোনা মোকিবিলা হোক বা কৃষি আইনের প্রতিবাদ, একাধিক ইস্যুতে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। এবার এরই মাঝে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে ভাইরাল হয়ে যান বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় কংগ্রেসে সোনিয়ার একাধিপত্য নিয়ে প্রশ্ন তুলে সোনিয়া রাণী ভিক্টোরিয়া ও রাহুলকে সাজানো রাজপুত্র বলেও কটাক্ষ করেন তিনি।

ইসলামাবাদে মন্দির তৈরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক বিতর্ক

ইসলামাবাদে মন্দির তৈরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক বিতর্ক

একদিকে যখন রাম মন্দির বিতর্কে ফুটছে গোটা ভারত তখন পাকিস্তানের একটি ভাইরাল ভিডিওকে ঘিরেই নতুন করে চড়ে উত্তেজনার পারদ। ওই ভিডিওতেই ইসলামাবাদে মন্দির তৈরি নিয়ে ইমরান সরকারকে হুঁশিয়ারি দিতে দেখা যায় এক মধ্য বয়ষ্ক মুসলিম ব্যক্তি ও তার দুই খুদে সন্তানকে। এমনকী যদি মন্দির হয় তাহলে ওখানকার হিন্দুদের এক এক করে হত্যা করারও হুমকী দেওয়া হয়।

ভাইরাল হন জ্যোতিরাদিত্যও

ভাইরাল হন জ্যোতিরাদিত্যও

চলতি বছরের কংগ্রেস-বিজেপি দ্বন্দ্ব নতুন মাত্র পায় গোটা মধ্যপ্রদেশেই। প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপি যোগদানের পর মাথাচাড়া দেয় আরও একাধিক বিতর্ক। এদিকে চলতি বছরেই কংগ্রেস ছেড়ে পদ্মশিবিরে নাম লেখানোর পর কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের বিরুদ্ধেও একাধিকবার সুর চড়ান জ্যোতিরাদিত্য। সম্প্রতি একটি একটি সভায় বর্ক্তৃতা দেওয়ার সময় অত্যন্ত নাটকীয় ভাবে হাত শিবিরকে নিশানা করেন জ্যোতিরাদিত্য। যা রাজনীতির কার্যত বিরল বলেই ধারণা বিশ্লেষকদের। সেই ভিডিও মূহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

কলকাতাঃ ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা, বিধাননগরে সাইবার ক্রাইমের হাতে গ্রেফতার নাইজেরিয়ান

২০২০ সালে করোনা আবহের মধ্যেও যে সব তারকাদের শিশু জন্মেছে

English summary
rjd leader loses his pants congress spokesman also went viral most widely spread news of 2020 at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X