• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শুভেন্দু বঙ্গ বিজেপিতে গুরুত্বের আসনে, বিপন্ন হতে পারে মুকুল-দিলীপসহ যাদের অস্তিত্ব

শুভেন্দু অধিকারীকে দীর্ঘদিন ধরেই টার্গেট করেছিল বিজেপি। অমিত শাহ অবশেষে শুভেন্দুকে নিজেদের দলে আনতে সক্ষম হয়েছেন। এবং শুভেন্দুকে প্রথম থেকেই গুরুত্ব দেওয়াও শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। মোদীও শুভেন্দুর সঙ্গে বৈঠক করতে মুখিয়ে রয়েছেন। এই অবস্থায় বিপন্ন হতে পারে মুকুল-দিলীপদের অস্তিত্ব। শুভেন্দুর নেতৃত্বেই লড়াই হতে পারে বাংলায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ পেয়ে গেল বিজেপি!

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ পেয়ে গেল বিজেপি!

বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখের সন্ধানে রয়েছে। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হলেও, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারেন না। তেমনই মুকুল রায়ও তা নন। বাংলা থেকে বিজেপির তেমন কোনও নেতা নেই, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারেন।

শুভেন্দুকেই কি বাংলার মুখ হিসেবে তুলে ধরবে বিজেপি

শুভেন্দুকেই কি বাংলার মুখ হিসেবে তুলে ধরবে বিজেপি

এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে বহুদিন ধরেই চাইছিল বিজেপি। তা ২০২১-এর আগে সম্ভব হওয়ায় শুভেন্দুকে যে বাংলার মুখ হিসেবে তুলে ধরবে বিজেপি, তা বলাই বাহুল্য। শুভেন্দু বাংলায় বিধানসভা নির্বাচনের নেতৃত্বে থাকলে মুকুল রায়, দিলীপ ঘোষ-সহ অনেকেরই গুরুত্ব হ্রাস হবে। শুভেন্দুকে পুরো বিজেপি নেতৃত্ব কেমন গুরুত্ব দেন, তার উপরও নির্ভর করবে অনেক কিছু।

মুকুলের আগমনে বিজেপিতে তৈরি হয় আদি-নব্য দ্বন্দ্ব

মুকুলের আগমনে বিজেপিতে তৈরি হয় আদি-নব্য দ্বন্দ্ব

বিজেপিতে দিলীপ ঘোষ দায়িত্ব নেওয়ার পর রাহুল সিনহার গোষ্ঠীর সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছিল। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর থেকেই দিলীপ গোষ্ঠীর সঙ্গে মুকুল গোষ্ঠীর সংঘাত লেগে থাকে। বিজেপিতে তৈরি হয় আদি-নব্য দ্বন্দ্ব। বিশেষ করে মুকুল অনুগামীদের নিয়ে বিজেপিতে একটা আলাদা ক্ষেত্র তৈরি হয়।

তৃণমূল ছেড়ে আরও এক হেভিওয়েট শুভেন্দু যখন বিজেপিতে

তৃণমূল ছেড়ে আরও এক হেভিওয়েট শুভেন্দু যখন বিজেপিতে

এবার তৃণমূল ছেড়ে আরও এক হেভিওয়েট শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকী তাঁকে বঙ্গ বিজেপির মুখ করে মুখ্যমন্ত্রী মমতার চ্যালেঞ্জার হিসেবে নামিয়ে দেওয়ার ইঙ্গিত স্পষ্ট। অমিত শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছ্নে বাংলার ভূমিপুত্রই হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

শুভেন্দুর বাড়বাড়ন্ত আদি বিজেপিরা কেমন চোখে দেখেন

শুভেন্দুর বাড়বাড়ন্ত আদি বিজেপিরা কেমন চোখে দেখেন

শুভেন্দু বিজেপিতে প্রবেশেই তাঁর অনুগামীরা সহযাত্রী হয়েছেন। ফলে প্রথম থেকেই শুভেন্দু নিজের অনুগামী পরিবেষ্টিত থাকবেন। শুভেন্দুকে বিশেষ গুরুত্ব, বিজেপিতে তাঁর বাড়বাড়ন্ত পুরনো বিজেপি নেতারা কেমন চোখে দেখেন, তার উপর কিন্তু নির্ভর করবে সাফল্য। শুভেন্দু বিজেপিতে গিয়েই গুরুত্বের আসনে বসলে অনেকের চক্ষুশূল হয়ে উঠতে পারেন। তৈরি হতে পারে ফাঁক। এই সম্ভাবনাও কিন্তু উড়িযে দেওয়া যাচ্ছে না।

বঙ্গ বিজেপি আদতে মুকুলপন্থীদের বিজেপি হয়ে উঠেছে

বঙ্গ বিজেপি আদতে মুকুলপন্থীদের বিজেপি হয়ে উঠেছে

মুকুল রায় বিজেপিতে আসার পর দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপির কমিটিতে তাঁর অনুগামীদের আধিক্য চোখে পড়ার মতো। তৃণমূলত্যাগী নেতারাই বঙ্গ বিজেপির মাথায় বসে রয়েছেন। অন্য দল থেকে মুকুলের হাত ধরে আসা নেতারা বিশেষ গুরুত্ব পাচ্ছেন বিভিন্ন শাখা সংগঠনে। বঙ্গ বিজেপি আদতে মুকুলপন্থীদের বিজেপি হয়ে উঠেছে।

একুশের আগে শুভেন্দু-অনুগামীরা নয়া চ্যালেঞ্জ বিজেপিতে

একুশের আগে শুভেন্দু-অনুগামীরা নয়া চ্যালেঞ্জ বিজেপিতে

শুধু বঙ্গে বিজেপিতেই নয়, কেন্দ্রীয় বিজেপিতেও মুকুল রায় তাঁর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছেন। তিনি নিজে যেমন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন, তেমনই রাহুল সিনহার মতো নেতাকে সরিয়ে মুকুল অনুগামী অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদকের পদে বসিয়েছেন। এবার শুভেন্দু আসার পর কী পদ পান, তাঁর অনুগামীরা কোন পদে বসেন, তা নিয়ে একুশের আগে চ্যালেঞ্জ রয়েই গেল বিজেপিতে।

শুভেন্দু কি বিজেপিতে বাড়তি দায়িত্ব পেতে চলেছেন! একুশের লক্ষ্যে কর্মীদের কোন কাজের ডেডলাইন বেঁধে দিলেন শাহ

English summary
Mukul Roy and Dilip Ghosh will face new challenge after joining of Suvendu Adhikari in BJP before 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X