পানাজি: একদল অপরাজিত, আরেকটি দল টুর্নামেন্টের প্রথম ছ’টি ম্যাচের পর লিগ শীর্ষে। লিস্টন কোলাসো, হালিচরন নার্জারিরা কী পারবেন অ্যাডাম লে ফন্ড্রে, ওগবেচে সমৃদ্ধ শক্তিশালী মুম্বই সিটিএফসি’কে হারিয়ে বা রুখে দিয়ে অপরাজিত থাকতে। নাকি হাই-প্রেসিং ফুটবলে মার্কুয়েজের দলকে পিষে ফেলবে আইল্যান্ডাররা। রবিবাসরীয় ডাবল-হেডারের প্রথম ম্যাচের ফলাফলে তার উত্তর মিলবে কয়েকঘন্টার মধ্যে।

ভাস্কোর তিলক ময়দানে হায়দরাবাদ এফসি বনাম মুম্বই সিটি এফসি এক দুরন্ত ফুটবল দেখার অপেক্ষায় অনুরাগীরা। চোটের কারণে গুরুত্বপূর্ণ বিদেশিদের সার্ভিস ছাড়াই চলতি মরশুমে চমকে দিচ্ছে হায়দরাবাদ। তাদের ইউএসপি প্রাণশক্তিতে ভরপুর ভারতীয় ফুটবলাররা। আশিস রাই, আকাশ মিশ্র, লিস্টন কোলাসো, নিখিল পুজারি, হালিচরন নার্জারি কাকে ছেড়ে কার কথা বলবেন? গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে পিছিয়ে পড়েও ৩-২ গোলে হারিয়ে দিয়েছে নিজামরা। এছাড়াও জয় পেয়েছে ওডিশার বিরুদ্ধে। ড্র করেছে বেঙ্গালুরু, জামশেদপুর এবং এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে।

অন্যদিকে ফেভারিট হয়ে শুরু করেও প্রথম ম্যচে হারতে হয়েছিল সার্জিও লোবেরার মুম্বই সিটি এফসি’কে। এরপর টানা চার ম্যাচ জিতে মুম্বই বুঝিয়ে দিয়েছে কেন তাদের ফেভারিট বলা হচ্ছে। যদিও গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে আটকে গিয়েছে তারা। তবুও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই আজ মাঠে নামছে আইল্যান্ডাররা। জিতলে শীর্ষস্থান আরও মজবুত হবে। অন্যদিকে নিজামদের কাছে সুযোগ ফেভারিটদের হারিয়ে প্রথম চারে ঢুকে পড়ার।

জোয়েল চিয়ানসে, লুইস সাস্ত্রে এবং ফ্রান সান্দাজা এখনও চোটমুক্ত নন। তাই রবিবার হোম ম্যাচে গত ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে হায়দরাবাদ। অন্যদিকে একাদশে ৪টি পরিবর্তন এনেছেন মুম্বই কোচ লোবেরা। হুগো বোউমাস ফিরছেন একাদশে। একনজরে দেখে নেওয়া যাক দু’দলের একাদশ-

হায়দরাবাদ এফসি: সুব্রত পাল (গোলরক্ষক), আশিস রাই, ওদেই ওনায়িন্দিয়া, চিংলেনসানা সিং, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর, মহম্মদ ইয়াসির, নিখিল পুজারি, হিতেশ শর্মা, হালিচরন নার্জারি, আরিদেন সান্তানা।

মুম্বই সিটি এফসি: অমরিন্দর সিং (গোলরক্ষক), অমেয় রানাওয়াদে, মোর্তাদা ফল, হার্নান সান্তানা, ভিগনেশ দক্ষিণামূর্তি, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, রেনিয়ার ফার্নান্দেজ, বিপিন সিং, হুগো বোউমাস, অ্যাডাম লে ফন্ড্রে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।