ঢাকা: লেবেল ক্রসিং নাকি মরণফাঁদ? বাংলাদেশে ফের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত অনেকে। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যু সংবাদ আসছে।
ঘটনাস্থল জয়পুরহাট শহরের পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেট। এখানে ট্রেনের ধাক্কায় বাসের যাত্রীরা মৃত। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ।
শনিবার সকালে পার্বতীপুর-রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।জয়পুরহাটের পুলিশ সুপার সালাম কবির জানান, হিলি থেকে ছেড়ে আসা ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়ে রাজশাহী যাচ্ছিল।
পথে পুরানাপৈল রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এরপর ট্রেনটি থেমে যায়। বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
নিহত ও আহত ব্যক্তিরা বাসের যাত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.