পিঙ্ক টেস্টে হ্যাজেলউডের পাঁচ উইকেট, আগুনে বোলিংয়ে ধরাশায়ী ভারত, হারের মুখে দাঁড়িয়ে কোহলিব্রিগেড
অ্যাডিলেডে পিঙ্ক বলে দিন রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে লজ্জার ব্যাটিং ভারতের। তৃতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ান পেস আক্রমণের সামনে সম্পূর্ণ ধরাশায়ী হল কোহলি অ্যান্ড কোম্পানি।
১ উইকেট হারিয়ে ৯ রানের পুঁজি নিয়ে লডা়ইয়ে নেমে দিনের সকালের সেশনে ৩৬ রানে ভারতের নবম উইকেটের পতন। শেষটায় কামিন্সের বোলিংয়ে শামি চোট পাওয়ায় ভারতের ইনিংস এখানেই শেষ হয়। ফলে দ্বিতীয় ইনিংস সব মিলিয়ে ভারতের লিড ৮৯ রানের। অজিদের প্রথম টেস্ট জিততে দ্বিতীয় ইনিংসে টার্গেট ৯০ রান। কোহলিব্রিগেডের হারের আশঙ্কা। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স ২১ রানে ৪টি ও জস হ্যাজেলউড ৮ রানে ৫টি উইকেট নিয়েছেন।

আগুনে বোলিং কামিন্সের
তৃতীয় দিন ভারত এদিন ৯/১ থেকে খেলা শুরু করে। প্রথম ওভারেই এদিন উইকেট নিয়ে দারুণ শুরু কামিন্সের। ভারতের নাইট ওয়াচম্যান বুমরাহকে ক্যাট অ্যান্ড বোল্ড করেন কামিন্স। বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের স্লে লেগকাটার বুঝে ওঠার আগে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ২ রানে আউট বুমরাহ। এরপর ১৩ তম ওভারে পূজারার দামি উইকেটটি তুলে নিয়ে ভারতকে সকালের সবচেয়ে বড় ঝটকা দেন কামিন্স। শেষবার এই পূজারা ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে সব মিলিয়ে ৫২১ রান করে অজিদের ডেরায় ভারতকে সিরিজ জিতিয়েছিলেন। পিঙ্ক টেস্টে এবছর প্রথম ইনিংসে ৪৩ রান হাঁকান। কিন্তু দ্বিতীয় ইনিংসে পূজারাকে চার বলেই সাজঘরে ফেরান কামিন্স। অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে পেইনের হাতে জমা পরে পূজারা ০ রানে আউট হন।

একই ওভারে ২ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ে ধাক্কা হ্যাজেলউডের
তৃতীয় দিনের প্রথম বল করতে নেমেই ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে সাজঘরে ফেরান হ্যাজেলউড। ৯ রান করে পেইনের হাতে ক্যাচ দিয়ে আউট মায়াঙ্ক। হ্যাজেলউডের। ১৩ তম ওভারের প্রথম বলে মায়াঙ্ককে পেইনের হাতে জমা করার পর, ওভারের পঞ্চম বলে রাহানেকে ০ রানে ফেরান। পূজারার মতো এদিন রাহানেও খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে বন্দি হলেন। এক ওভারের ২টি উইকেট হারিয়ে এখানেই ধরাশায়ী হয় ভারত।

আউট বিরাট
এখানেই শেষ নয়, তৃতীয় দিনের সকালের সেশনে ভারতীয় ব্যাটসম্যানদের আউট হওয়ার মিছিল।১৪ ওভারে কামিন্সের বোলিংয়ে গালিতে নবাগত ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে বিরাট আউট হয়েছেন। প্রথম ইনিংসে ৭৪ হাঁকানোর পর এদিন কামিন্সের শিকার হয়ে মাত্র ৪ রানে এদিন প্যাভিলিয়ন ফেরেন।

ফের ওভারে ২টি উইকেট
১৯তম ওভারে ফের ২টি উইকেট পান হ্যাজেলউড। এবার ঋদ্ধিমানকে লাবুসানের হাতে ৪ রানে ক্যাচ করানোর পরের বলেই অশ্বিনকে ০ রানে ক্যাট বিহাইন্ড করে আউট করেন। এরপর হনুমা বিহারীও ৮ রান হাঁকিয়ে হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফেরেন। শেষটায় কামিন্সের বোলিংয়ে শামি ডান হাতে চোট পেলে ৩৬ রানে ৯ উইকেট হারানোর অবস্থায় ভারতের ইনিংস শেষ হয়েছে। ভারতের হয়ে এদিন কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। দলের হয়ে মায়াঙ্ক আগারওয়াল সর্বোচ্চ ৯ রান হাঁকাতে পারেন।