কোটির গণ্ডি পার ভারতে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ৩২৫ দিন
ভারতে প্রথম করোনা ভাইরাসের কেস ধরা পড়েছিল কেরলে। দিনটা ছিল ৩০ জানুয়ারি। উহান ফেরত এক পড়ুয়ার শরীরেই সেই ভাইরাস মিলেছিল। এরপর মার্চ মাসে দিল্লির তবলিঘি জামাতের ঘটনার পর হঠাৎই ছড়িয়ে পড়ে সংক্রমণ। এরপর মুম্বই, হায়দরাবাদ, কর্ণাটকে ছড়িয়ে পড়ে কোভিড। বছর শেষ হওয়ার ১২ দিন আগেই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটির গণ্ডি পার করা পথে। মৃতের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ছাড়িয়েছে।

৩২৫ দিনে করোনায় সংক্রমিত এক কোটি ছাড়াল
ভারতে ৩২৫ দিনে করোনায় সংক্রমিত এক কোটি ছাড়াল। দেশে বেড়ে চলেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা। আজ দেশে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়াল। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ৩২৪ দিনে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৫৩। একদিনে মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। এনিয়ে মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৪৫ হাজার ১৩৬ জনের।

আক্রান্তের হিসেব প্রতি ১০ লক্ষে প্রায় ৬ হাজার
এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের হিসেব প্রতি ১০ লক্ষে ৬ হাজারের আসেপাসে। দেশের করোনা আক্রান্তের পিক এসেছিল ১৬ সেপ্টেম্বর। সেদিন ৯৭ হাজার করোনা আক্রান্ত হয়েছিলেন দেশে। সেখান থেকে এখন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কম থাকছে। সেখান থেকে ধাপে ধাপে সংক্রমিতের সংখ্যা নামতে নামতে দেখা যাচ্ছে ভারতে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে।

দশ লক্ষ মানুষে মারা যাচ্ছেন ১০০ জনের কম
এদিকে ভারতে প্রতি দশ লক্ষ মানুষে মারা যাচ্ছেন ১০০ জনের কম। অন্য দিকে সংক্রমণের শীর্ষে থাকা দেশ আমেরিকায় এই মৃত্যুর সংখ্যাটা দশ লক্ষে ৮০০-র উপরে, ব্রাজিলেও দশ লক্ষে ৮০০ জনের উপর, ইতালিতে প্রায় ৯০০ জন। অর্থাৎ এই সব দেশগুলিতে ৮-৯ গুণ এগিয়ে আছে ভারতের তুলনায় সংক্রমণে মৃত্যুর নিরিখে।

লকডাউন : করোনা সংক্রমিতের সংখ্যা তখন ৫০০
করোনা সংক্রমিতের সংখ্যা যখন ৫০০, প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করে দেন। লকডাউনের মধ্যেই কেন্দ্র তৎপর হয়েছে স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে। তৈরি হয় ১৫ হাজার ৩৬২ টি কোভিড কেন্দ্র, তৈরি হয় ১৫ লক্ষ ৪০ হাজার আইসোলেশান বেড, ২ লক্ষ ৭০ অক্সিজেন সাপোর্ট, ৭৮ হাজার আইসিইউ বেড ও ৩২ হাজার ৪০০ ভেন্টিলেটর।

শীর্ষে রয়েছে মহারাষ্ট্র
বর্তমানে দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্ত হয়েছেন ১৮ লক্ষ ৮৮ হাজার ৭৬৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭ লক্ষ ৭৮ হাজার ৭২২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৭ হাজার ১২৩ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ৭৯ হাজার ৭৩৫ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, মোট ৮ লক্ষ ৭৭ হাজার ৮০৬ আক্রান্ত হয়েছেন এবং ৮ লক্ষ ৬৬ হাজার ৩৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন।