For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী
দুই দিনের পশ্চিমবঙ্গ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি নেতা অমিত শাহ। তাঁর এই আগমনের প্রধান ও প্রথম কারণ হল মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে বরণ করে নেওয়া। এমনটাই কান পাতলে শোনা যাচ্ছে। তবে শুধু শুভেন্দু নন, আরও একাধিক বিধায়ক-নেতা অন্য দল থেকে এসে সরাসরি বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন মেদিনীপুরের সভা থেকে। সেই তালিকা রীতিমতো দীর্ঘ বলে রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে। অমিত শাহের এই সফর যে রাজ্য বিজেপিকে অনেকটা অক্সিজেন দিয়ে যাবে তা বলাই বাহুল্য। আগামী বিধানসভা ভোটের রণকৌশল তৈরি থেকে জনসংযোগ - সবদিক থেকেই অমিত শাহের এই সফর গুরুত্বপূর্ণ। সমস্ত আপডেট পেতে নজর রাখুন এখানে।
Newest First Oldest First
শুভেন্দুকে পাশে পেয়ে দ্বিগুণ উৎসাহে মমতা সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিলেন অমিত শাহ। মেদিনীপুরের কলেজ মাঠের সভা থেকে আবারও ২০০-র বেশি আসনে বাংলায় বিজেপি জিতবে বলে হুঙ্কার দিয়েছেন অমিত। নাড্ডার উপর হামলায় বিজেপি ভয় পায় না। উল্টে আরও যোশ নিয়ে বিজেপি নেতারা ময়দানে নামবে বলে দাবি করেছেন অমিত শাহ। বিজেপিকে ৫ বছর বাংলা শাসনের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন অমিত। ৫ বছরে বাংলাকে সোনার বাংলা তৈরি করে দেবে বিজেপি এমনই দাবি অমিত শাহের।
READ MORE