• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী

  • By
  • |

দুই দিনের পশ্চিমবঙ্গ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি নেতা অমিত শাহ। তাঁর এই আগমনের প্রধান ও প্রথম কারণ হল মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে বরণ করে নেওয়া। এমনটাই কান পাতলে শোনা যাচ্ছে। তবে শুধু শুভেন্দু নন, আরও একাধিক বিধায়ক-নেতা অন্য দল থেকে এসে সরাসরি বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন মেদিনীপুরের সভা থেকে। সেই তালিকা রীতিমতো দীর্ঘ বলে রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে। অমিত শাহের এই সফর যে রাজ্য বিজেপিকে অনেকটা অক্সিজেন দিয়ে যাবে তা বলাই বাহুল্য। আগামী বিধানসভা ভোটের রণকৌশল তৈরি থেকে জনসংযোগ - সবদিক থেকেই অমিত শাহের এই সফর গুরুত্বপূর্ণ। সমস্ত আপডেট পেতে নজর রাখুন এখানে।

Newest First Oldest First
3:44 PM, 19 Dec
বোলপুরে রোড শোয়ে থাকবেন শুভেন্দু
3:44 PM, 19 Dec
রাত ৮টা বিজেপির বৈঠকে শুভেন্দু থাকবেন
3:44 PM, 19 Dec
রাত ৮টা বিজেপির বৈঠকে শুভেন্দু থাকবেন
3:43 PM, 19 Dec
শুভেন্দু কপ্টারে কলকাতায় ফিরছেন শুভেন্দু অধিকারী
3:37 PM, 19 Dec
শুভেন্দুকে পাশে পেয়ে দ্বিগুণ উৎসাহে মমতা সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিলেন অমিত শাহ। মেদিনীপুরের কলেজ মাঠের সভা থেকে আবারও ২০০-র বেশি আসনে বাংলায় বিজেপি জিতবে বলে হুঙ্কার দিয়েছেন অমিত। নাড্ডার উপর হামলায় বিজেপি ভয় পায় না। উল্টে আরও যোশ নিয়ে বিজেপি নেতারা ময়দানে নামবে বলে দাবি করেছেন অমিত শাহ। বিজেপিকে ৫ বছর বাংলা শাসনের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন অমিত। ৫ বছরে বাংলাকে সোনার বাংলা তৈরি করে দেবে বিজেপি এমনই দাবি অমিত শাহের।
3:12 PM, 19 Dec
অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন শুভেন্দু অধিকারী
3:11 PM, 19 Dec
অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন শুভেন্দু অধিকারী
3:11 PM, 19 Dec
বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী
2:40 PM, 19 Dec
মঞ্চে শুভেন্দু অমিত শাহ পাশাপাশি
2:23 PM, 19 Dec
সভাস্থলে পৌঁছলেন শুভেন্দু অধিকারী
2:21 PM, 19 Dec
মধ্যাহ্ন ভোজ সেরে সভার পথে অমিত শাহ
1:45 PM, 19 Dec
মেদিনীপুরের কালেজ মাঠের সভার কাছে শুভেন্দুর গাড়ি
1:44 PM, 19 Dec
মধ্যাহ্ন ভোজন শুরু করলেন অমিত শাহ
1:42 PM, 19 Dec
বালিজুরি গ্রামে পৌঁছলেন অমিত শাহ
1:24 PM, 19 Dec
ময়াময়া মন্দিরের পুজো দিলেন অমিত শাহ
1:22 PM, 19 Dec
১২ জন বিধায়ক শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন
1:04 PM, 19 Dec
ভিড় বাড়ছে মেদিনীপুরের কলেজ গ্রাউন্ড মাঠে
12:56 PM, 19 Dec
সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলেন অমিত শাহ
12:43 PM, 19 Dec
ক্ষুদিরাম বসু যতটা বাংলার ছিলেন তাঁরা ততটা ভারতেও ছিলেন, বহিরাগত তত্বে তৃণমূলকে আক্রমণ অমিত শাহের
12:38 PM, 19 Dec
গাজোলের তৃণমূলের বিধায়ক দীপালি বিশ্বাস বিজেপিতে যোগ দিচ্ছেন
12:37 PM, 19 Dec
শহীদ ক্ষুদিরামের বংশধরদের পরিবারকে সম্মান জানালেন অমিত শাহ
12:35 PM, 19 Dec
শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মালাদান অমিত শাহের
12:34 PM, 19 Dec
সিদ্ধেশ্বরী মন্দিরে পৌঁছলেন অমিত শাহ
12:15 PM, 19 Dec
মেদিনীপুরে পৌঁছলেন অমিত শাহ
12:12 PM, 19 Dec
কপালে গেরুয়া তিলক কেটে গাড়িতে চাপলেন শুভেন্দু অধিকারী
12:08 PM, 19 Dec
শুভেন্দুকে মঞ্চে স্বাগত জানাবেন মুকুল রায়
12:05 PM, 19 Dec
কাঁথিতে শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে অমিত শাহের সভার পথে রওনা হলেন শুভেন্দু অধিকারী
12:04 PM, 19 Dec
সূত্রের খবর ১২ জনের বেশি তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেবেন অমিতের সভায়
11:54 AM, 19 Dec
বালিজুড়িতে কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজন করবেন অমিত শাহ
11:53 AM, 19 Dec
শুভেন্দু অধিকারীকে মঞ্চ স্বাগত জানাবেন মুকুল রায়
READ MORE

English summary
Live Updates of BJP Leader Amit Shah's West Bengal Visit Ahead of Assembly Election 2021 in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X