‘তোলাবাজ ভাইপো হটাও’, জার্সি বদল করেই মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী
গেরুয়া শিবিরে যোগদান করে শুধু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয়, নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অভিষেকের নাম না করেই শুভেন্দু আওয়াজ তুললেন। দিলেন নয়া স্লোগান- তোলাবাজ ভাইপো হটাও। তাঁর এই স্লোগানেই স্পষ্ট হল তৃণমূলে শুভেন্দুর পয়লা নম্বর শত্রু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুকে যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরানোর পর
শুভেন্দু অধিকারীকে যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরানোর পর থেকেই দূরত্ব তৈরি হতে শুরু করেছিল তৃণমূলের সঙ্গে। মুকুল রায়ের অঙ্গুলিহেলনে শুভেন্দুকে সরিয়ে সৌমিত্র খাঁকে যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আর যুবার সভাপতি করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর যুব আর যুবাকে মিশিয়ে সৌমিত্রকে সরিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয় অভিষেককে।

যোগ্যতা থেকেও শুভেন্দু পাচ্ছেন না কিছুই, শেষে বিচ্ছেদ
সেই থেকেই অভিষেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু শুভেন্দুর। শুভেন্দু অনুগামীদের অভিযোগ ছিল, যোগ্যতা না থেকেও অভিষেক অনেক কিছু পেয়ে যাচ্ছেন, কিন্তু যোগ্যতা থেকেও শুভেন্দু পাচ্ছেন না কিছুই। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য শুভেন্দুকে তাঁর মন্ত্রিসভায় সদস্য করে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক দিয়ছিলেন। তাতেও খুশি ছিলেন না শুভেন্দু।

বিজেপিতে যোগদান করেই টার্গেট করলেন অভিষেককে
সম্প্রতি প্রশান্ত কিশোরকে এনে অভিষেককেই গুরুত্ব দেওয়া হয়েছে। তা ভালোভাবে নেননি শুভেন্দু। তাই তিনি চরম সিদ্ধান্তটা নিয়েই নিলেন। আর বিজেপিতে যোগদান করেই টার্গেট করলেন অভিষেককে। নাম না করেই বিজেপি নেতাদের ঢঙে তিনি স্লোগান তুললেন- তোলাবাজ ভাইপো হঠাও। শুভেন্দুর মুখে নয়া স্লোগানে খুশির জোয়ার বিজেপিতেও।

শুভেন্দুর স্লোগান- তোলাবাজ ভাইপো হটাও
শুভেন্দু বলেন, আমিও চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক। নরেন্দ্র মোদীর হাতে বাংলা তুলে দিতে হবে। কাল থেকেই আমি নেমে পড়ব সেই কাজে। বাংলায় পরিবর্তন আনতে হবে। তবেই বাংলার মুক্তি ঘটবে। আমি যখন যে কাজ করি নিষ্ঠার সঙ্গে করি। এতদিন তৃণমূলের হয়ে বিজেপিকে নিশানা করেছি, শুভেন্দুর নিশানা অভিষেক। তাই স্লোগান- তোলাবাজ ভাইপো হটাও।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হতে পারবেন না!
শুভেন্দু বলেন, ৯৯-তে আমি জয়েন করেছিলাম তৃণমূলে। তারপরই এনডিএ প্রার্থীকে জিতিয়েছিলাম। তখন যদি পারি, এখন নয় কেন? আজ আমি বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হতে পারবেন না, প্রথম হবে ভারতীয় জনতা পার্টি। মমতা হবেন দ্বিতীয়। বাংলায় জিতবে বিজেপিই। আবার পরিবর্তন আসছে বাংলায়।

আমি মায়ের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করিনি
সেইসঙ্গে শুভেন্দু জানিয়ে দেন, আমি বিশ্বাসঘাতক নই। আমি মায়ের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করিনি। কে আমার মা। তৃণমূল আমার মা নয়। আমার মা গায়েত্রী অধিকারী। অন্য কেউ আমার মা হতে পারে না। আর যদি কাউকে মা বলতে হয় মা বলব ভারতমাতাকে, অন্য কাউকে নয়। মেদিনীপুরের পবিত্র ভূমি থেকে বললেন শুভেন্দু।