অ্যাডিলেড: ভারতীয় ক্রিকেটে বিরাট পতন! ১৯ ডিসেম্বর, শনিবার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লজ্জার দিন৷ টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে কম রানের ইনিংস সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব৷ সেই সঙ্গে বিদেশের মাটিতে প্রথম ডে-নাইট টেস্টে আত্মসমর্পণ বিরাটবাহিনীর৷

অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেট হেরে চার টেস্টের সিরিজে ০-১ পিছিয়ে গেল ভারত৷ সেই সঙ্গে বিরাট কোহলির নেতৃত্বে টানা তিন টেস্টে হারল টিম ইন্ডিয়া৷ একই সঙ্গে ভেঙে গেল টস জিতে কোহলির টেস্ট না-হারার রেকর্ড৷ অ্যাডিলেড ওভালের আগে পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে ২৬টি টেস্টে টস জিতেছিলেন কোহলি৷ একবারও হারেননি৷ ২২টি টেস্ট জিতেছিলেন৷ আর ড্র হয়েছিল চারটি টেস্ট৷ কিন্তু শনিবার টস জিতে টেস্ট হারলেন কোহলি৷

অ্যাডিলেডে ভারতের লজ্জার হারের পাশাপাশি বিরাটের নেতৃত্বে টানা তিনটি টেস্ট হারল ভারত৷ ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে দু’টি টেস্টেই হেরেছিল কোহলি অ্যান্ড কোং৷ বেসিন রিজার্ভে কিউয়িদের বিরুদ্ধে ১০ উইকেটে প্রথম টেস্ট হারের পর হেগলে ওভালে দ্বিতীয় টেস্টে হেরেছিল ভারত৷ তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে ৮ উইকেটে হার৷

অ্যাডিলেডে লজ্জার হার প্রসঙ্গে বিরাট বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ের আগে আমাদের ৬০ রানের লিড ছিল৷ কিন্তু দু’দিন আমরা দারুণ পরিশ্রম করে ভালো জায়গায় ছিলাম৷ কিন্তু এক ঘণ্টার এই ব্যাটিং বিপর্যয়ের পর আমাদের জেতা সম্ভব ছিল না৷’

টেস্ট হারের পাশাপাশি ৩৬ রানে অল-আউট হয়ে লজ্জার নজির গড়ে কোহলির ভারত৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বনিম্ন টেস্ট স্কোর৷ এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডর বিরুদ্ধে ৪২ রানে অল-আউট হয়েছিল ভারত৷ শনিবারের আগে পর্যন্ত এটাই ছিল টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর৷

প্রথম ইনিংসে ২৪৪ রান করে ৫৬ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের সামনে আত্মসমর্পণ প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমরা উদেশ্যহীনভাবে ব্যাটিং করেছি৷ প্রথম ইনিংসেও এই রকম বোলিং হয়েছিল৷ কিন্তু আমাদের মানসিকতা ছিল রান করা৷ তখন বেশ কিছু ভালো বল হয়েছিল৷ আমরা তাড়াহুড়ো করিনি৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে আমাদের মানসিকতা ঠিক ছিল না৷’

এর ফলে ২০২০ সালে কোহলির নেতৃত্বে কোনও টেস্ট ম্যাচ জিতেনি ভারত৷ ২০১৫-র পর যা প্রথমবার৷ যদিও করোনা ভাইরাস অতিমারীর কারণে চলতি বছরে এখনও পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে ভারত৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টে খেলবেন না কোহলি৷ প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে দেশে ফিরছেন ভারত অধিনায়ক৷ ফলে সিরিজের বাকি তিনটি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলির ডেপুটি অজিঙ্ক রাহানে৷ ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু সিরিজের দ্বিতীয় তথা বক্সিং ডে টেস্ট৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।