তাঁর মা একজনই, অন্য কেউ মা নন, বিজেপিতে যোগ দিয়েই কাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী
দিলীপ ঘোষের হাত ধরে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মঞ্চে ওঠেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তারপরেই মোদীকে প্রণাম করে স্লোগান ভারতমাতা কি জয়। বিজেপি (bjp) নেতা হিসেবে প্রথমবারের জন্য বক্তব্য রেখে তিনি জানিয়ে দেন তাঁর মা একজনই। এদিন তিনি অনেক কিছুরই জবাব দিয়েছেন কড়া ভাষায়।

কড়া ভাষায় জবাব শুভেন্দুর
বিজেপি নেতা হিসেবে ভাষণ দিতে উঠেই কড়া ভাষায় জবাব দিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। তিনি বলেছেন, তিনি নাকি নিজের মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কে তাঁর মা? তাঁর জন্মদাত্রী মা গায়েত্রী অধিকারী। অন্য কেউ নয়। তিনি আরও বলেন মা বলতে হলে ভারতমাতাকে মা বলবেন তিনি। অন্য কাউকে নয়। জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অনেকে তাঁকে বিশ্বাসঘাতক বলছে। স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠার পর এনডিএ-র শরিক ছিল তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, বাংলায় বিজেপিরই সরকার হবে। শুভেন্দু অধিকারী বলেন, যেখানে বিশ্বাস নেই, সম্মান নেই, সেখানে তিনি থাকবেন না।

তৃণমূল নেতাকর্মীরা মমতাকে মায়ের সম্মান দেন
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের নেতা, কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের সম্মান দেন। শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর, একটা সময় রত্না চট্টোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছিল দিদি নয়, মায়ের মতোই শোভনকে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকেই ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে মীরজাফরের তকমাও দেওয়া হয়েছে। এব্যাপারে শুভেন্দু অধিকারীর জবাব প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তার আগেই দূরত্ব তৈরি করেছেন প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার মমতার সঙ্গে সম্মুখ সমর। যার জন্যই শুভেন্দু বলেছেন, দিনকয়েক আগে তৃণমূল নেত্রী এই মাঠেই বলেগিয়েছিলেন, কাঁথিতে দ্বিতীয় হয়েছিলেন। এবারও দ্বিতীয় হবেন, প্রথম হবে বিজেপিই। বলেছেন শুভেন্দু অধিকারী।

১০ বছরে কোনও পরিবর্তন হয়নি
এদিন তৃণমূল কর্মীদের উদ্দেশে খোলা চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। তিনি বলেছেন, নিচুতলার কর্মীরা একটু একটু করে দল তৈরি করেছেন। যাঁরা দল তৈরি করেছেন, তাঁরা দলে গুরুত্ব পাননি। দলে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও চিঠি বলেছেন তিনি। তিনি বলেছেন, ১০ বছর ক্ষমতায় থাকার পরে দুয়ারে সরকারের মতো প্রকল্প নিতে হচ্ছে।

তোলাবাজ ভাইপো হটাও
এদিন শুভেন্দু অধিকারী মেদিনীপুরের সভা থেকে বলেছেন তোলাবাজ ভাইপো হটাও। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন তাঁর দল ছাড়ার কারণ ভাইপো। শুভেন্দু অধিকারী বলেছেন, তিন দশক আগে যে আদর্শের লড়াই শুরু করেছিলেন, তা তিনি চালিয়ে যাবেন।