করোনায় জেরবার মহারাষ্ট্র থেকে বাংলা, কোটির গণ্ডি পার হল কোন রাজ্যগুলির হাত ধরে?
শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় টুইট করে জানিয়ে দেয়, ১ কোটি করোনা কেসের গণ্ডি পার হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৮৮৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লক্ষ ৫০ হাজার ৭১২ জন। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৭৫১। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শুক্রবারে মোট ১১ লক্ষ ৭১ হাজার ৮৬৮ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত মোট ১৬ কোটি ৯০ হাজার ৫১৪ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনায় সুস্থতার উচ্চহার ও মৃত্যুর নিম্নহার
এদিকে কেন্দ্র জানায়, করোনায় সুস্থতার উচ্চহার ও মৃত্যুর নিম্নহারের পেছনে সরকারের নেওয়া নীতি ও কৌশলের ভূমিকার কথা বলা হয়। টুইটে মন্ত্রণালয় জানায়, ভারতে করোনায় সুস্থতার হার ৯৫ শতাংশের বেশি। বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে এটি অন্যতম। আরেক টুইটে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৩৪ রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় সুস্থতার হার ৯০ শতাংশের বেশি।

পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৩২ হাজার
পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৩২ হাজার ৬৯৫। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ২৭৭ জনের। অন্যদিকে বাড়ছে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৬৮ শতাংশ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট 5 লাখ ৪ হাজার ৩৫৩ জন৷ রাজ্যে বর্তমানে ১৯ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে৷

জেলায় করোনার হার
জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ৫২৪ জন৷ শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৯৫ জন৷ মৃত্যু হয়েছে ১০ জনের৷ ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট ৬৫ লক্ষ ৮১ হাজার ৪৬৫টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে৷

ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে
ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৮৮ হাজার ৭৬৭ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ৪৮ হাজার ৫৭৪ জন। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্নাটক। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৭ হাজার ১২৩ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৮৯ জনের।

তালিকায় আরও যেসকল রাজ্য রয়েছে
তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৭৭ হাজার ৮০৬ জন। মৃত্যু হয়েছে ৭০৭০ জনের। চার নম্বরে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৪ হাজার ৬৫০ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৫৪ জনের। পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১৪ হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ২১৯ জনের। ছ'নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজার ১৯৬ জন। মৃত্যু হয়েছে ৮১৫৪ জনের।

ছয় রাজ্য মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫৬ লক্ষ
মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও উত্তরপ্রদেশ, এই ছয় রাজ্য মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫৬ লক্ষ ৬৫ হাজার ৩১৭ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৫৬.৬৩ শতাংশ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ৯৭ হাজার ৯৬০ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৬৭.৫০ শতাংশ।