মমতাই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে চ্যালেঞ্জ করে বিজেপির আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী কল্যাণের
২০২১-এর নির্বাচনে ঝড় উঠবে, আর সবাই বলবেন মমতা, মমতা। এদিন তৃণমূল ভবনে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan banerjee)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন বাংলার মানুষ।
বিদ্যাসাগরের দেশে বিশ্বাসঘাতক! শুভেন্দু অধিকারীকে তোলাবাজ বলে আক্রমণ কল্যাণের

মমতার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নন
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নন। তিনি বলেন, মমতাকে মুখ্যমন্ত্রী করেছিল বাংলার মানুষ। তিনি নন্দীগ্রাম আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছিলেন বলে দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে ফের নির্বাচনে দাঁড়ানোর চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, ৩০ টি সিআইএসএফ জওয়ান আর বুলেটপ্রুফ গাড়ি নিয়ে তিনি নন্দীগ্রামেই দাঁড়াবেন তো, নাকি অন্য কোনও কেন্দ্রে সরে যাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তিনি (শুভেন্দু) যেন আসন পরিবর্তন না করেন। শুভেন্দু অধিকারী এদিন বলেছিলেন, তৃণমূলে আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না। এব্যাপারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টই সম্মান দিয়েছিলেন। কোনও সভায় যদি মমতা এবং শুভেন্দু দুজনেই যেতে, তাহলে, মমতা গিয়েই জিজ্ঞাসা করতেন, শুভেন্দু এসেছে তো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি দফতরের দায়িত্ব, একাধিক সংস্থার চেয়ারম্যান, পাঁচ-ছটি জেলার সাংগঠনিক দায়িত্ব, আর কত সম্মান চাইছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর চেয়ার দিলে সম্মান আর না দিলে অসম্মান, প্রশ্ন করেন কল্যাণ।

ঝড় উঠবে ২০২১-এর নির্বাচনে
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, ২০২১-এর নির্বাচনে ঝড় উঠবে। সবাই বলবেন মমতা, মমতা। এদিন তিনি দাবি করেন ছাত্র থাকার সময় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে তিনি ফুটবল খেলেছেন, তাই জানেন মাঠটি কত বড়। সেই মাঠ এদিন ভর্তি হয়নি বলেও দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিজেপি ৫০ পেরোবে না
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকে ক্ষ্যাপা ষাঁঢ়ের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, সেই দলে আরও কয়েকজন ঢুকল। বিজেপির ২০২১-এর নির্বাচনে ৫০ পেরোবে না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ২১০-এর বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসবেন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, দুয়ারে সরকারস স্বাস্থ্যসাথী কার্ড, ২০২১-এর জুন পর্যন্ত বিনা পয়সায় রেশন, ফের ক্ষমতায় আসলে আজীবন বিনা পয়সায় রেশন। এইসব কাজের জন্য লক্ষ লক্ষ মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দৌড়চ্ছে আর আশীর্বাদ করছে।