• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

২৪ ঘন্টায় রাজ্যে করোনায় সংক্রমণ কমল! উত্তর ২৪ পরগনায় ১১ জনের মৃত্যু, একনজরে বাকি জেলার পরিস্থিতি

  • |

বুধবার ২২৯৩, বৃহ্স্পতিবার ২২৪৫ , শুক্রবার ২২৩৯, শনিবার ২১৫৫। গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) কমছে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৪৩ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৭১৭ জন। এদিন শুক্রবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শুক্রবার যেখানে সুস্থতার হার ছিল ৯৪.৬৮ %, সেখানে শনিবার সুস্থতার হার ৯৪.৮১ %।

অমিত শাহের সভায় উপস্থিত না থাকলেও নাম ঘোষণা! তিনজনকে নিয়ে জল্পনা তুঙ্গে

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৩৪, ৮৫০

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৩৪, ৮৫০

শনিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৫৫ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৩৪, ৮৫০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৮,৪৬০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪, ০৭, ০৭০ জন। গত ২৪ ঘন্টায় ২,৭১৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৬৬৩), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় (৬২৮)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ১৭২)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিনও সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৫৩৯ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৮, কোচবিহারে ২০, দার্জিলিং ৭৩, কালিম্পং ৯ , জলপাইগুড়ি ৩৬, উত্তর দিনাজপুরে ৩৪, দক্ষিণ দিনাজপুরে ৮, মালদহ ১৮, মুর্শিদাবাদে ৫৬, নদিয়া ৭৭, বীরভূম ৪৪, পুরুলিয়া ১৫, বাঁকুড়ায় ৩০, ঝাড়গ্রাম ১২, পশ্চিম মেদিনীপুরে ৫৭, পূর্ব মেদিনীপুর ৬১, পূর্ব বর্ধমান ৯৮, পশ্চিম বর্ধমান ৭৯, হাওড়া ১২১, হুগলিতে ১৩৬, উত্তর ২৪ পরগনায় ৪৮৫, দক্ষিণ ২৪ পরগনায় ১২৯ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

শুক্রবারের তুলনায় তুলনায় শনিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শুক্রবার সুস্থতার হার ছিল ৯৪. ৬৮ %। শনিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৮১ %। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৫.৪৬ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৫%-এ।

মৃত্যু হয়েছে ৪৩ জনের

মৃত্যু হয়েছে ৪৩ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। শুক্রবার মৃত্যু হয়েছিল ৪২ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৯,৩২০-তে।

কলকাতায় মৃত্যু ২৮৫৮ জনের

কলকাতায় মৃত্যু ২৮৫৮ জনের

এদিন যে ৪৩ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৯ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৫৮ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২২২২ জনের। এদিন সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৯৬৬ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ায় ৭ ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদিন নদিয়ায় ৪ ও পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হয়েছে ৩ জনের।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ৪২, ২৫৭ টি পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬৬, ৬৬, ০৭৭ টি।

English summary
Less people are infected than previous day with Coronavirus on nineteenth december in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X