মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনের প্রথম ছবি প্রকশ ঘিরে শোরগোল
মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে সংযোগরক্ষাকারী বহুল চর্চিত বুলেট ট্রেনের প্রথম প্রকাশিত ছবি ঘিরে শোরগোল শুরু হয়েছে। ভারত-স্থিত জাপান দূতাবাসের তরফে এই ছবি প্রকাশ করা হয়েছে। যা মুম্বই-আহমেদবাদ বুলেট ট্রেন হিসেবে পরিচিত হবে। এই প্রকল্পের নাম মুম্বই-আহমেদবাদ হাইস্পিড রেল প্রজেক্ট। যা ইতিমধ্যেই দেশে সাড়া ফেলে দিয়েছে।

উল্লেখ্য জাপানে ইতিমধ্যেই চালু রয়েছে এই বুলেট ট্রেন। ই ফাইভ সিরিজ শিনকানসেনের আদলেই ভারত থেকে আহমেদাবাদের সংযোগরক্ষাকারী বুলেট ট্রেনগুলি তৈরি করা হচ্ছে বলে জনানো হয়েছে। ২০২৩ সালেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। জমি অধিগ্রহণ নিয়ে সমস্যার কারণে প্রকল্পে বিলম্ব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মুম্বই থেকে আহমেদাবাদগামী বুলেট ট্রেনের প্রকল্পের জন্য ১.০৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন এই কাজের জন্য দরপত্র আহ্বান করে। সর্বোচ্চ দর হাঁকিয়ে কাজটি করার ছাড়পত্র পেয়েছে লার্সেন অ্যান্ড টোউবরো। প্রতিযোগিতায় হেরে যায় টাটা প্রজেক্ট, ইরকন ইন্টারন্যাশনাল, আফকনস ইনফ্রাস্ট্রাকচারের মতো নামীদামী সংস্থাগুলিকে।
টেন্ডারের ৪৭ শতাংশ অ্যালাইনমেন্টে গুজরাতের ভাপি থেকে ভদোদরা পর্যন্ত এলাকাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে সুরাত, ভাপি, বিলিমোরা ও ভারুচ স্টেশনের নির্মাণ। ২৪টি নদী ও ৩০টি রোড ক্রসিং পেরিয়ে এখানে বুলেট ট্রেনের জন্য লাইন পাতা হবে বলে জানানো হয়েছে। এই ট্রেন চালু হলে মাত্র দুই ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদে পৌঁছে যাওয়া সম্ভব হবে।