• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জিপিএস পদ্ধতির মাধ্যমে আগামী ২ বছরে ‌‘‌টোল নাকা মুক্ত’‌ হবে ‌ভারত, মত নীতীন গড়কড়ির

জাতীয় সড়ক ও হাইওয়েতে টোল প্লাজার ঝামেলা এবার একেবারে তুলে দিতে চায় কেন্দ্র সরকার। সেই কারণে নতুন জিপিএস সংগ্রহ পদ্ধতি, যা সরকারের দ্বারা অনুমোদিত, তার মাধ্যমে দেশের টোল প্লাজাগুলি বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক পরিকল্পনা করেছে যে আগামী দু’‌বছরের মধ্যে নতুন জিপিএস সংগ্রহ পদ্ধতি কার্যকর করা হবে।

জিপিএস পদ্ধতির মাধ্যমে আগামী ২ বছরে ‌‘‌টোল নাকা মুক্ত’‌ হবে ‌ভারত, মত নীতীন গড়কড়ির

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন যে নতুন এই পদ্ধতিতে দেশে বাধাহীনভাবে যান চলাচল করার নিশ্চয়তা রয়েছে। নতুন পদ্ধতিতে টোলের জন্য নির্ধারিত অর্থ সরাসরি ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, কোন যানবাহন রয়েছে তার ওপর ভিত্তি করে। বণিকসভা অ্যাসোচ্যাম-এর একটি অনুষ্ঠানে এসে গড়কড়ি জানিয়েছেন যে সরকার রাশিয়া সরকারের সহযোগিতায় এই জিপিএস পদ্ধতি চূড়ান্ত করেছে। গড়কড়ি বলেন, '‌আগামী ২ বছরে ভারত টোল নাকা মুক্ত হবে।’‌

জিপিএস টোল সংগ্রহ পদ্ধতি কার্যকর হলে তা শুধু বাধাহীনভাবে যান চলাচলের সুবিধাই হবে না বরং এ ধরনের টোল প্লাজা রক্ষণা বেক্ষণের জন্য মোটা অঙ্কের টাকাও সরকারের বাঁচবে। এর পাশাপাশি সরকারের টোল থেকে আসা উপার্জনও বৃদ্ধি পাবে। জানা গিয়েছে, দেশের সমস্ত বাণিজ্যিক যানবাহনই জিপিএস ট্র্যাকিং–এর আওতায় রয়েছে ৷ পুরোন যানবাহনগুলিতেও জিপিএস ডিভাইস লাগানোর কাজ দ্রুত শুরু করবে সরকার।

জিপিএস প্রযুক্তি ব্যবহার করলে আগামী পাঁচ বছরে টোল বাবদ সরকারের আয় ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকায় গিয়ে পৌঁছবে বলে দাবি করেছেন নীতীন গড়কড়ি। তিনি আরও আশা করছেন যে আর্থিক বছরে টোল সংগ্রহ ৩৪ হাজার কোটিতে গিয়ে পৌঁছাবে। বাধাহীন ভাবে যাতায়াতের জন্য এক বছর আগে থেকেই দেশের সমস্ত টোল প্লাজায় ফাস্টট্যাগ ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে৷ এর ফলে জ্বালানি যেমন সাশ্রয় হচ্ছে, সেরকমই বায়ু দূষণও কমেছে৷

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্যের, মুকুল-কৈলাশদের গ্রেফতার করা যাবে না, রক্ষা কবচ দিল শীর্ষ আদালতে

English summary
In the next two years, a new GPS collection system will be implement in India to close toll plazas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X