মুম্বই: এবার মাদক মামলায় সমন পাঠানো হলো করন জোহরকে। করণের বাড়িতে তারকাদের পার্টির একটি ভিডিও ভাইরাল হয় ২০১৯-এ। সেই ভিডিও তুমুল বিতর্কে জড়ায়। বিশেষ করে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে মাদকযোগের বিষয়টি সামনে আসার পরে এই ভিডিও ফের প্রসঙ্গে উঠে আসে।
এই ভিডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই করণকে সমন পাঠানো হয়েছে। ২০১৯ এ করণ তাউর বাড়িতে তারকাদের নিয়ে একটি পার্টির ভিডিও পোস্ট করেছিলেন। সেই পার্টিতে ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছিল। নেটিজেনরা দাবি করেন ওই পার্টিতে তারকারা মাদক নিচ্ছিলেন।
এই পার্টিতে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, মালাইকা আরোরা সহ আরো অনেকে। সেপ্টেম্বর মাসে করণ জোহর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিলেন তার বাড়ির পার্টিতে কোন মাদক ছিল না। কেউ মাদক নেন নি। করণ দাবি করেছিলেন কয়েকটি সংবাদ মাধ্যম এভাবে খবরটিকে দেখাচ্ছে। পার্টির ভিডিওকে ভুলভাবে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। সমস্ত অভিযোগ কে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।
গত বছর ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে শিরোমণি অকালি দলের এমএলএ মনজিন্দর সিং শীর্ষ মুম্বই পুলিশের কাছে এই অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
করণ জোহর সাফ জানিয়ে ছিলেন সেই পার্টিতে কোনো নিষিদ্ধ মাদক ছিল না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগ পাওয়া যায়। তখন এই ভিডিওর প্রসঙ্গ ফের উঠে আসে। অনেকেই দাবি করেন করণ জোহরের এই পার্টির ভিডিওটি খতিয়ে দেখা হোক। সেই দিন সত্যিই তারকারা মাদক নিচ্ছিলেন কিনা বিষয়টি দেখা হোক। সেই ভিডিওর ব্যাখ্যা দিতেই এবার তাঁকে সমন করল এনসিবি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.