লন্ডন: গোলরক্ষক ডিন হেনডারসনের মারাত্মক ভুলে শুরুতেই পিছিয়ে পড়লেও মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়র লিগের ম্যাচে পয়েন্ট টেবলে নিচের দিকে থাকা শেফিল্ড ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় ম্যান ইউ৷

ম্যাচ দিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বস ওলে গুনার বলেন, ‘আমার দারুণ ফুটবল খেলে ছ’ নম্বরে উঠে এসেছি৷ পয়েন্ট টেবলে নিচের দিকে থাকা ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই জয় আমাদের কামব্যাক ভিকটি৷’

ডেভিড ম্যাকগোল্ডরিকের গোলে শেফিল্ড ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর ম্যান ইউ-কে সমতায় ফেরান র‌্যাশফোর্ড। এর কিছুক্ষণ পরেই ম্যান ইউ-কে এগিয়ে দেন অঁতনি মার্সিয়াল৷ তারপর দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে আরও ব্যবধান বাড়ান র‌্যাশফোর্ড৷ শেষ দিকে অবশ্য ম্যাকগোল্ডরিক শেফিল্ডের হয়ে ব্যবধান কমালেও ম্যাচ ড্র করতে পারেনি শেফিল্ড৷

গত রাউন্ডে ঘরের মাঠে ডার্বিতে ম্যাঞ্চেস্টার সিটি-র সঙ্গে গোলশূন্য শেষ করেছিল প্রিমিয়ল লিগে সফলতম দলটি৷ এদিন তাই শেফিল্ডের বিরুদ্ধে জয়টা ভীষণ দরকার ছিল রেড ডেভিলসের জন্যা৷ দাভিদ দে হেয়ার জায়গায় এদিন গোলপোস্টের নিচে ফেরা হয়েছিল ডিন হেনডারসনকে৷ কিন্তু ম্যাচের পঞ্চম মিনিটেই ভুল করে বসেন তিনি। হ্যারি ম্যাগুইয়ারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আরেক সতীর্থকে দিতে চেয়ে অনেকটা দেরি করে ফেলেন এই ইংলিশ গোলরক্ষক। ছুটে গিয়ে তাঁর থেকে বল কেড়ে নিয়ে সতীর্থের দিকে বাড়ান অলিভার বার্ক। ছ’ গজ বক্সের সামনে থেকে ফাঁকা জালে বল পাঠান আইরিশ ফরোয়ার্ড ম্যাকগোল্ডরিক।

ঘরের মাঠে ম্যান ইউ-র বিরুদ্ধে ম্যাচের পাঁচ মিনিটে এগিয়ে যায় শেফিল্ড৷ কিন্তু ২৬ মিনিটে চমৎকার এক গোলে সমতা ফেরান র‍্যাশফোর্ড। নিজেদের হাফ থেকে উঁচু করে বল বাড়ান ভিক্তর লিনদেলোভ। বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শটে গোল করে তরুণ ইংলিশ ফরোয়ার্ড।

এরপর ৩৩ মিনিটে দলকে এগিয়ে নেন মার্সিয়াল। পল পগবার ক্রস বাড়ান ফরাসি ফরোয়ার্ডকে। মার্সিয়ালের শট প্রথমবার রুখে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি শেফিল্ড গোলরক্ষক। দ্বিতীয় প্রচেষ্টায় সহজেই জালে বল জড়িয়ে দেন মার্সিয়াল।

পরের মিনিটেই ব্যবধান বাড়ানেরা সুযোগ ছিল ম্যান ইউ-র সামনে। র‍্যাশফোর্ডের নিচু শট পা-দিয়ে ফেরান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তিনি। মার্শিয়ালের বাড়ানো বলে ছুটে গিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন র‍্যাশফোর্ড। ৩-১ এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার৷ এরপর বল দখলে রেখে বাকি সময়েও একের পর এক আক্রমণ করে যায় ম্যান ইউ। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা মেলেনি।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে হেডে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ম্যাকগোল্ডরিক। অতিরিক্ত সময়ে প্রায় সমতা ফিরতে চলেছে শেফিল্ড৷ কিন্তু দারুণ এক সেভে ম্যাঞ্চেস্টারের তিন পয়েন্ট নিশ্চিত করেন হেনডারসন। ১২ ম্যাচে সাতটি জয় ও দু’টি ড্র করে ২৩ পয়েন্ট নিয়ে ছ’ নম্বরে উঠে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৩ ম্যাচের ১২টি-তে হের ১ পয়েন্ট নিয়ে সবার নীচে শেফিল্ড। আর ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।