• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তৃণমূল থেকে আরও এক হেভিওয়েটের বিজেপিতে গমনের জল্পনা! ভাঙন-ধাক্কা অব্যাহত মমতা শিবিরে

  • |

তৃণমূলের দূর্গে ২০২০ সালের শেষ লগ্নে একে একের পর এক বড়সড় ধাক্কা অব্যাহত। বুধবার থেকে শুভেন্দু অধিকারীর একের পর এক পদক্ষেপের পর বৃহস্পতিবারই তিনি দল ছাড়েন। এরপর জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক নেতা পর পর ইস্তফার রাস্তায় হাঁটেন। পদ ছাড়েন মমতার কার্যালয়ের উপদেষ্টা দীপ্তাংশু চৌধুরী। এমন এক পরিস্থিতিতে এবার আরও এক ধাক্কা তৃণমূলের বুকে।

 শুভেন্দুর বৈঠক ও পূর্ব বর্ধমানে বড় ধাক্কা

শুভেন্দুর বৈঠক ও পূর্ব বর্ধমানে বড় ধাক্কা

চারবারের প্রাক্তন কাউন্সিলার , প্রাক্তন শহর সভাপতি। সেই তাবড় নেতা পূর্ব বর্ধমানের নিত্যানন্দ চট্টোপাধ্য়ায়। যিনি বুধবার রাতে সুনীল মন্ডলের বাড়িতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন। শোনা যাচ্ছে সেই বৈঠকের পর এবার নিত্যান্দ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন।

 কবে নাগাদ বিজেপিতে যোগ দিচ্ছেন নিত্যানন্দ ?

কবে নাগাদ বিজেপিতে যোগ দিচ্ছেন নিত্যানন্দ ?

আজই শহরে পা রাখবেন বিজেপির 'বিগ ফোর' এর অন্যতম নাম অমিত শাহ। আর শোনা যাচ্ছে ১৯ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এরই মাঝে ১৯ ডিসেম্বর তৃণমূলের এই হেভিওয়েট বিজেপিতে যোগ দান করতে পারেন বলে খবর। জানা গিয়েছে নিত্যান্দের ক্ষোভ রয়েছে প্রশান্ত কিশোর ও অনুব্রত মন্ডলের বিরুদ্ধে।

 বিজেপিতে নিত্যানন্দের যোগদানে কতটা প্রভাব এলাকায়

বিজেপিতে নিত্যানন্দের যোগদানে কতটা প্রভাব এলাকায়

দীর্ঘদিন পূর্ব বর্ধমানের রাজনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। আর তাঁর হাত ধরে যদি এলাকার রাজনৈতিক শক্তি বিজেপিতে যোগ দিতে চায়, তাহলে তা নিঃসন্দেহে একটি বড় দিক হবে।

 শুভেন্দুর বৈঠক ও গুরুত্বপূর্ণ দিক

শুভেন্দুর বৈঠক ও গুরুত্বপূর্ণ দিক

এদিকে, শুভেন্দুর বুধবারের হাইভোল্টেজ বৈঠকই কার্যত তৃণমূলের ঘরে বড়সড় ভাঙন লাগিয়ে দিতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই বৈঠকে যেমন ছিলেন সুনীল মন্ডল, তেমনই ছিলেন দীপ্তাংশু চৌধুরী, যিনি মমতার কার্যালয়ে গ্রিভেন্স সেলের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ছেন গতকালই। বৈঠকে ছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। বৈঠকে হাজির হতে দেখা যায় জিতেন তিওয়ারিকে। যিনি সদ্য়ই গতকাল তৃণমূল ছেড়েছেন। অন্য়দিকে, শুভেন্দুর বৈঠকে হাজির ছিলেন নুরুল হাসানও। যিনি তৃণমূলের বিশ্বস্ত সৈনিক ছিলেন বলে ১৪ বছরের পরিচিত নেতা। এবার সেই নুরুল হাসান কোন পথে এগিয়ে যাবেন, সেদিকেও নজর রয়েছে বাংলার।

English summary
Another Jolt to TMC as Party Leader Nityananda Chatterjee May join BJP on 19 December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X