সহজে নিস্তার নেই! গৃহীত হল না শুভেন্দুর পদত্যাগ, ২১ তারিখ বিধানসভায় তলব নন্দীগ্রামের বিধায়ককে
এতো সহজে নিস্তার মিলবে না। শুভেন্দুর পদত্যগ পত্র গ্রহন করলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে প্রমাণ দেখিয়ে স্পিকার জানিয়েছেন শুভেন্দু পদত্যাগ পত্রে গলদ রয়েছে। তিনি নিয়ম মেনে পদত্যাগ করেননি। ২১ ডিসেম্বর বিধানসভায় শুভেন্দু অধিকারীতে তলব করেছেন স্পিকার। সেদিন শুভেন্দুর সঙ্গে বিধানসভাতেই মুখোমুখি বসবেন তিনি। কাজেই দল ছাড়লেও কাগজে কলমে এখনও শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রয়ে গেলেন। এদিকে শুভেন্দুকে বিজেপিতে আনার তোরজোর শুরু হয়েগিয়েছে গেরুয়া শিবিরে।

শুভেন্দুর পদত্যাগ গ্ৃহীত হল না
বিধায়ক পদ থেকে বুধবার পদত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেসময় বিধানসভায় ছিলেন না স্পিকার। বিধানসভার সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। ইমেসে স্পিকারকে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন শুভেন্দু। পরের দিনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। শুভেন্দু দল ছাড়ার পরের দিনই স্পিকার সাংবাদিক বৈঠক করে জানান বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফা গৃহীত হয়নি।

ইস্তফায় গলদ
বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু নিয়ম মেনে সেই ইস্তফা দেননি তিনি। প্রথম থেকেই গলদ রয়েছে বলে জানিয়েছেন স্পিকার। বিধানসভার নিয়ম অনুযায়ী স্পিকারের হাতে বিধায়ককে ইস্তফা দিতে হয়। সেটা করেননি শুভেন্দু। ইমেলে পাঠানো ইস্তফা পত্রে তারিখের উল্লেখ নেই বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে সময় চেয়ে নিয়ে ইস্তফা িদতে পারতেন। কিন্তু সেটা করেননি তিনি। কাজেই হাতে লেখা ইস্তফার সঙ্গে ইমেলে পাঠানো ইস্তফা পত্রের গলদ থাকায় আপাতত তাঁর ইস্তফা পত্র গ্রহন করতে পারছেন না বলে জানিয়েছেন স্পিকার।

শুভেন্দুকে তলব
এখনও নন্দীগ্রামের বিধায়ক রইলেন শুভেন্দু। ২১ ডিসেম্বর বিধানসভায় শুভেন্দু অধিকারীকে তলব করেছেন স্পিকার। শুভেন্দুর কাছে পৌঁছে দেওয়া হবে সেই িচঠি। বিধানসভায় দুপুর ২টোয় সময় দিয়েছেন স্পিকার। সেদিন শুভেন্দুর সঙ্গে মুখোমুখি বলে এই নিয়ে কথা বলবেন তিনি। তারপরে ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার। ততদিন তিনি নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক হিসেবেই থাকছেন।

বিজেপির পথে শুভেন্দু
এদিকে দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করার পথে পা বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। ধাপে ধাপে এগোচ্ছেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে শুভেন্দুকে। জেড প্লাস ক্যাটাগোরের নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখন তাঁর নিরাপত্তায় থাকবেন। দেওয়া হয়েছে বুলেট প্রুফ গাড়িও।
সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্যের, মুকুল-কৈলাশদের গ্রেফতার করা যাবে না, রক্ষা কবচ দিল শীর্ষ আদালতে