• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতাকে চাপে রাখতে মোদীর আরও এক কৌশল! তিস্তা জলবণ্টন নিয়ে হাসিনার বার্তার পরই দিল্লি কী জানাল

২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের রণাঙ্গন তপ্ত হতেই কেন্দ্র রাজ্য সংঘাত চরমে থাকতে শুরু করেছে। একদিকে , জেপি নাড্ডার কনভয়ে হামলা ঘিরে রাজ্যের মুখ্যসচিব থেকে ডিজিকে যেমন কেন্দ্র তলব করেছে, তেমনই ৩ আইপিএস অফিসারকেও ডেপুটেশনের নির্দেশ দেওয়া হয়। এমন এক পরিস্থিতিতে এবার মমতাকে চাপে রাখতে নয়া কৌশল বেছে নিয়েছে মোদী শিবির।

 ভারত বাংলাদেশ বৈঠক এ তিস্তা ইস্যু

ভারত বাংলাদেশ বৈঠক এ তিস্তা ইস্যু

তিস্তার জলবণ্টন ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে বহু টালবাহানা চলেছে দীর্ঘ সময় ধরে। এমন পরিস্থিতিতে বারবার এই চুক্তিতে বাধ সাধেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, একাধিক ইস্যুতে মমতার রাজ্যের সঙ্গে যখন মোদীর কেন্দ্রীয় সরকারের সংঘাত চলছে, তখন মোদী সরকারের কাছে ফের একবার তিস্তা নিয়ে আর্জি পেশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গতকাল ভারত -বাংলাদেশ বৈঠকের আড়ালেই এই আর্জি আসে বলে খবর।

 মমতাকে চাপে রেখে মোদীর চাল

মমতাকে চাপে রেখে মোদীর চাল

এদিকে, ভোট ঘিরে যখন ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে মমতা ফুঁসে উঠছেব, তখন মমতাকে চাপে রেখে হাসিনাকে জবাব দেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন , ভারত বিষয়টি নিয়ে ভাবছে। আর এই জলবণ্টনের গুরুত্বও বোঝে। এক বেসরকারি চ্যানেলের খবর অনুযায়ী, মোদীর বার্তার ধরণ দেখেই হাসিনার বুঝতে সময় লাগেনি যে কার জন্য এই চুক্তি ঘিরে দেরি হচ্ছে।

ফোকাসে উত্তরবঙ্গ

ফোকাসে উত্তরবঙ্গ

কয়েকদিন আগে উত্তরবঙ্গে কোচবিহারের সফরে যান মমতা। সেখানে তিনি প্রশ্ন তোলেন উত্তরবঙ্গের জন্য এতকাজ করেও কেন তাঁর পার্টি লোকসভা ভোটে ভোট পাননি এলাকা থেকে? এরপরদিনই দেখা যায় উত্তরবঙ্গের কোচবিহারের রাজবাড়ির ছবি ব্যাকগ্রাউন্ডে রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন মোদী। অন্যদিকে, মমতার দাবি তিস্তা জলবণ্টনের ফলে উত্তরবঙ্গে জল কমতে শুরু করবে। যা রাজ্যকে সমস্যায় ফেলবে। আর এই ইস্যুতে পাল্টা মোদী সরকারের দিকে বল ঠেলে দিয়েছে মমতা সরকার। যে বল পাল্টা মমতার কোর্টেই ঠেলতে শুরু করেছে মোদী সরকার।

তিস্তা চুক্তি , কোনপথে দিল্লি ও ঢাকা

তিস্তা চুক্তি , কোনপথে দিল্লি ও ঢাকা

তিস্তা চুক্তি ঘিরে ইতিমধ্যেই ধীরে ধীরে অগ্রসর হয়েছে দিল্লি। বাংলাদেশের সঙ্গে ৬ টি যুগ্ম নদীপথ নিয়ে তথ্য শেয়ার করেছে ভারত। দিল্লি ও ঢাকা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে দুই রাষ্ট্রের পরবর্তী বৈঠকে 'জয়েন্ট রিভার্স কমিশন ' নিয়ে কথা হবে। ফলে মমতার ওপর চাপ ধীরে ধীরে বাড়াতে শুরু করে দিল মোদী সরকার।

'বাংলার নতুন সারথি', বদলের ইঙ্গিত দিয়ে শুভেন্দুর নামে নতুন হোর্ডিয়ে ছয়লাপ শহর

English summary
Bangladesh rakes up Teesta Water issue amid Modi Mamata cold war during Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X