মুম্বই: মা হতে চলেছেন নেহা কক্কর। বিয়ের দুমাসের মধ্যে সুসংবাদ দিলেন গায়িকা। আর এই খবর বিশ্বাস করতে পারছেন না তাঁর ভক্তরাও, এত তাড়াতাড়ি যে সুসংবাদ আসবে তা তাঁরা ভাবতেও পারেননি।

শুক্রবার সকালে নিজের ইন্সটাগ্রামে একটি ফটো শেয়ার করেছেন নেহা কক্কর। সেখানে দেখা যাচ্ছে, স্বামী রোহনপ্রীতের সঙ্গে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নেহা। ক্যাপশনে তিনি লিখেছেন ‘খেয়াল রাখিয়া কর’। ছবিতে দেখা যাচ্ছে, বাম্পে হাত দিয়ে রয়েছেন নেহা, পরনে সাদা শার্ট ও ডেনিম ডুংরি। নেহাকে ভালোবাসায় আগলে রেখেছেন রোহন। তিনি পরে রয়েছেন কালো হাইনেক টি-শার্ট ও জ্যাকেটে, সঙ্গে জিনস। এই ছবিতে নেহার বেবিবাম্প নজর এড়ায়নি ভক্তদের। মুহূর্তেই এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ২৪ অক্টোবর দিল্লির গুরুদ্বারে রোহনপ্রীতের সঙ্গে বিয়ে সারেন গায়িকা। আর তার মাত্র দুমাসের মধ্যে বেবিবাম্পের ছবি শেয়ার করে সাড়া ফেলেছেন নেহা। তবে তিনি নিজে ছবির ক্যাপশনে এবিষয়ে তেমন কিছু লেখেননি। ফলে পুরো ব্যাপারটা যেন পরিষ্কার হয়েও একটু আড়াল রইল।

ছবির কমেন্ট বক্সে অবশ্য অভিনন্দন উজার করে দিয়েছেন নেহার ভক্ত ও অন্যান্য সেলিব্রিটিরাও। অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেল্লাও। অন্যদিকে কমেন্ট করেছেন নেহার স্বামী রোহনপ্রীতও। স্ত্রী নেহার ক্যাপশন ধরে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে নেহু’।

উল্লেখ্য বিয়ের পর দুবাইতে হানিমুন সেরেছেন নেহা ও রোহনপ্রীত জুটি। Atlantis, The Palm নামের একটি রিসর্টে ছিলেন তাঁরা। জানা যাচ্ছে, ওই রিসর্টে থাকতে গেলে এক রাতে খরচ হয় কমপক্ষে ২৬,৮৩৪ টাকা। আর সর্বাধিক ৩ লক্ষ ২১ হাজার ৪১৪ টাকা। প্রেসিডেন্সিয়াল স্যুটেই খরচ সবথেকে বেশি। দেখা যায় রিসর্টের রিগ্যাল স্যুট ক্লাবে ছিলেন দম্পতি। ওই ঘরে থাকতে প্রতি রাতে খরভ ৭২,৪০৩ টাকা, সাথে ব্রেকফাস্ট থাকলে ৮৯,৩৭০ টাকা। আর ডিনার নিলে খরচ হয় ১,০১,৮১৩ টাকা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।