• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

২৯৪ আসনে মমতাই প্রার্থী তৃণমূলের, পূর্বঘোষণাই সত্যি হতে চলেছে শুভেন্দুর ইস্তফায়

২০১৬-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ফলাও করে জানিয়েছিলেন ২৯৪টি আসনে তিনিই প্রার্থী। এবার বাঁকুড়ার জনসভা থেকে তিনি ঘোষণা করেন ২৯৪টি আসনেই তিনি পর্যবক্ষেক। আর ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়াল যে, মমতার একারই সব আসনে লড়ার ঘোষণা সত্যি হতে চলেছে এবার!

তৃণমূলে ভাঙন ঠেকানোই যখন সবথেকে বড় চ্যালেঞ্জ

তৃণমূলে ভাঙন ঠেকানোই যখন সবথেকে বড় চ্যালেঞ্জ

একুশের আগে তৃণমূলের অন্যতম জনপ্রিয় নেতা-সংগঠক ও মন্ত্রী-বিধায়ক শুভেন্দু অধিকারী দল ছেড়েছেন। তাঁর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা বলে রাজনৈতিক মহলের দাবি। আর শুভেন্দুর পথ ধরে অনেক তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদও দল ছেড়েছেন বা ছাড়তে চলেছেন। এই অবস্থায় তৃণমূলে ভাঙন ঠেকানোই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন ব-কলমে সব কেন্দ্রের প্রার্থী

মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন ব-কলমে সব কেন্দ্রের প্রার্থী

শুভেন্দুর হাত ধরে যদি বর্তমান জনপ্রতিনিধিরাও তৃণমূল ছাড়তে শুরু করেন, তবে একুশের নির্বাচনের আগে তা বুমেরাং হয়ে দেখা দিতে পারে। পরিস্থিতি এমন দাঁড়াবে যে বিজেপি হয়তো বর্তমান জনপ্রতিনিধিকে প্রার্থী করবে, আর শাসক দল তৃণমূলকে আনকোরা প্রার্থীকে দাঁড়া করাতে হবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন ব-কলমে সেই কেন্দ্রের প্রার্থী।

তৃণমূল বিরাট ভাঙন মুখে, একুশের আগে মস্ত চ্যালেঞ্জ

তৃণমূল বিরাট ভাঙন মুখে, একুশের আগে মস্ত চ্যালেঞ্জ

শুভেন্দু বিধায়ক পদ ও তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার পর জিতেন্দ্রপ্রসাদ তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শীলভদ্র দত্তের মতো হেভিওয়েট নেতারা দল ছেড়েছেন। এই লাইনে আরও অনেকে রয়েছেন। আবার অনেক জেলা ও ব্লকস্তরের নেতাও রয়েছেন শুভেন্দুর সঙ্গে। তৃণমূল এই বিরাট ভাঙন কী করে সামলায় তা-ই এখন দেখার।

বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন

বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন

তৃণমূলের তারফে সাফ জানানো হয়েছে, শুভেন্দু বা অন্যান্য বিদ্রোহীরা দল ছাড়ায় কোনওরকম সমস্যা হবে না দলের। আমাদের দলে একজনই নেত্রী। বাকিরা সৈনিক। সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন বাংলার মানুষ তাঁর সঙ্গেই থাকবেন। বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন তাঁদের জন্য নিবেদিত।

মমতা বন্দ্যোপাধ্যায় আগাম বুঝেই মানুষের দরবারে!

মমতা বন্দ্যোপাধ্যায় আগাম বুঝেই মানুষের দরবারে!

মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে একের পর এক জনসভা করে চলেছেন। দল যখন ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে। দলের গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী দল ছেড়ে দেওয়ার পর দলের একাংশ শুভেন্দুর সঙ্গে রয়েছেন বলে জানিয়ে পদত্যাগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তা আগাম বুঝেই মানুষের দরবারে হাজির হচ্ছেন ভোটের চার-পাঁচ মাস আগে থেকেই।

সহজে নিস্তার নেই! গৃহীত হল না শুভেন্দুর পদত্যাগ, ২১ তারিখ বিধানসভায় তলব নন্দীগ্রামের বিধায়ককে

English summary
Mamata Banerjee is candidate in 294 seats of west Bengal assembly election again in 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X